নিজস্ব সংবাদদাতা,হুগলি,২২ অক্টোবর, ২০২০:দূর্গা প্রতিমার আলোকসজ্জা ভাঙল দুষ্কৃতীরা ।ঘটনাটি ঘটেছে গোঘাট1নং ব্লকের রুঘবাটি অঞ্চলের সুলতানদিঘী এলকায়।
সূত্রের খবর, এই নিয়ে সকাল থেকে এলকায় উওজনা ছড়িয়ছে।পূজা কমিটি থেকে জানান গতকাল রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই কাজ করছে ,যারা এই কাজের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি চাই এবং তীব নিন্দা জানাই। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন গোঘাট বিধায়ক মানস মজুমদার, গোঘাট 1নং ব্লক প্রেসিডেনট নারায়ণ চন্দ্র পাঁজা, গোঘাট 1নং ব্লকের পুর্ত কমদক্ষ প্রদীপ রায় সহ অন্যান্য নেতৃরা।