দূষণ মুক্ত দীপাবলির পক্ষে সচেতনতা মূলক প্রচার পূর্ব বর্ধমানে। সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও পাল্লারোড পল্লিমঙ্গল সমিতির সহযোগিতায় প্রচার চালানো হল দূষণ মুক্ত দীপাবলির পক্ষে, কালীপুজো ছাড়াও ছট পুজা ও ইংরেজী নববর্ষে আতস বাজি ব্যবহারে উচ্চ আদালতের রায় সংক্রান্ত বিষয়, সবুজ আতসবাজি ব্যবহারে উৎসাহ প্রদান ও সঠিক সবুজ আতসবাজী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট নিয়মগুলি সমন্ধে সাধারণ মানুষকে সচেতন করা হয় এদিন , জেলার না না প্রান্তে এই প্রচার চলে , মেমারি শহর , পাল্লারোডের পাল্লা ক্যাম্প , বড়শুলে বিডিও অফিস চত্বর ,
কাটোয়া পানুহাট এলাকা ও জেলা শহরের কার্জন গেট চত্বরে এই প্রচারাভিযান চলে লিফলেট বিলি ও ইকো ফ্রেন্ডলি মাইকে প্রচারের মাধ্যমে , সুরজ ঘোষ , স্মরজিৎ হাজরা সহ বেশ কিছু যুবক যুবতি এই কাজে অংশ নেন , পথ চলতি মানুষজন এই কাজ কে সাধুবাদ জানিয়েছেন , আয়োজক দের তরফে স্নেহা ঘোষ জানান চলতি আতস বাজির বদলে গ্রিন আতসবাজিতে দূষণ অনেক কম হয় ,
আরও পড়ুন – চাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা, নিহত ৫০
মহামান্য হাইকোর্টের নির্দেশ সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দিয়ে সচেতন করা হল , দীপাবলি তে রাত ৮টা থেকে ১০টা , ছট পুজোয় সকাল ৬টা থেকে ৮টা ও বড়দিন এবং ইংরেজী নববর্ষে রাত ১১.৫৫ থেকে ১২.৩০ পর্যন্ত বাজি ব্যবহারে অনুমতি দিয়েছে হাইকোর্ট , এই সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে টোল ফ্রি নাম্বার ১৮০০ ৩৪৫ ৩৩৯০ এ অভিযোগ জানানো যাবে , মেমারি শহরে “আঁচল” স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষেও এই প্রচারাভিযানে অংশ নেওয়া হয়।