দূষণ মুক্ত দীপাবলির পক্ষে সচেতনতা মূলক প্রচার পূর্ব বর্ধমানে

দূষণ মুক্ত দীপাবলির পক্ষে সচেতনতা মূলক প্রচার পূর্ব বর্ধমানে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দূষণ মুক্ত দীপাবলির পক্ষে সচেতনতা মূলক প্রচার পূর্ব বর্ধমানে। সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও পাল্লারোড পল্লিমঙ্গল সমিতির সহযোগিতায় প্রচার চালানো হল দূষণ মুক্ত দীপাবলির পক্ষে, কালীপুজো ছাড়াও ছট পুজা ও ইংরেজী নববর্ষে আতস বাজি ব্যবহারে উচ্চ আদালতের রায় সংক্রান্ত বিষয়, সবুজ আতসবাজি ব্যবহারে উৎসাহ প্রদান ও সঠিক সবুজ আতসবাজী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট নিয়মগুলি সমন্ধে সাধারণ মানুষকে সচেতন করা হয় এদিন , জেলার না না প্রান্তে এই প্রচার চলে , মেমারি শহর , পাল্লারোডের পাল্লা ক্যাম্প , বড়শুলে বিডিও অফিস চত্বর ,

 

কাটোয়া পানুহাট এলাকা ও জেলা শহরের কার্জন গেট চত্বরে এই প্রচারাভিযান চলে লিফলেট বিলি ও ইকো ফ্রেন্ডলি মাইকে প্রচারের মাধ্যমে , সুরজ ঘোষ , স্মরজিৎ হাজরা সহ বেশ কিছু যুবক যুবতি এই কাজে অংশ নেন , পথ চলতি মানুষজন এই কাজ কে সাধুবাদ জানিয়েছেন , আয়োজক দের তরফে স্নেহা ঘোষ জানান চলতি আতস বাজির বদলে গ্রিন আতসবাজিতে দূষণ অনেক কম হয় ,

আরও পড়ুন – চাদের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা, নিহত ৫০

মহামান্য হাইকোর্টের নির্দেশ সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দিয়ে সচেতন করা হল , দীপাবলি তে রাত ৮টা থেকে ১০টা , ছট পুজোয় সকাল ৬টা থেকে ৮টা ও বড়দিন এবং ইংরেজী নববর্ষে রাত ১১.৫৫ থেকে ১২.৩০ পর্যন্ত বাজি ব্যবহারে অনুমতি দিয়েছে হাইকোর্ট , এই সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে টোল ফ্রি নাম্বার ১৮০০ ৩৪৫ ৩৩৯০ এ অভিযোগ জানানো যাবে , মেমারি শহরে “আঁচল” স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষেও এই প্রচারাভিযানে অংশ নেওয়া হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top