শিশু শিক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল না দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য

শিশু শিক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল না দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

শিশু শিক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল না দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য। ময়নাগুড়ির বাংলার ঝাড় এলাকার এক শিশু শিক্ষা কেন্দ্রে শনিবার মিড ডে মিল না দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হল। বিক্ষোভ দেখালেন শিশু শিক্ষা কেন্দ্রেরদের পড়ুয়াদের অভিভাবকেরা।

 

অভিযোগ উঠেছে এ দিন ওই শিশু শিক্ষা কেন্দ্র রান্না যারা করেন তারা না আসায় রান্না হয়নি। কিভাবে একটি সরকারি শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিল বন্ধ থাকে তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও শিশু শিক্ষা কেন্দ্রের মুখ্য সহায়িকা অঞ্জলি কুন্ডু সাহা ঘটনা মেনে নিয়েছেন। তিনি বলেছেন রাধুনীরা না আসার কারণে মিড ডে মিল , দেওয়া হয়নি। এদিকে মিড ডে মিল না হওয়ার কারণে না খেয়েই বাড়ি ফিরতে হয়েছে পড়ুয়াদের ।
অভিভাবকরা আরো অভিযোগ করে বলেন, শিশু শিক্ষা কেন্দ্রের পরিস্থিতি আরো খারাপ। শিশু শিক্ষা কেন্দ্রের একটি কক্ষে গরুর গোয়ালঘর পরিণত হয়েছে। সমগ্র মাঠ কাদায় ভর্তি।

আরও পড়ুন – বৃষ্টির জল জমে দূর্ভোগে ওয়ার্ডবাসী! কোদাল হাতে কাউন্সিলার!

বাচ্চাদের ঠিকমতো খাওয়া-দাওয়া হয়না। একটি ডিম চার ভাগ করে খেতে দেয়। অভিভাবকদের একাংশের অভিযোগ বারবার এই ঘটনার ব্যাপারে শিশু শিক্ষা কেন্দ্রের মুখ্য , সহায়িকা কে বারবার , জানানো সত্বেও , এই ধরনের ঘটনা ঘটে চলছে। তাদের আরো অভিযোগ , মিড ডে মিল এর চালসহ অন্যান্য জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে। এই ধরনের ঘটনা যদি আরো ঘটে তাহলে ছাত্রদের অভিভাবক সহ এলাকার মানুষজন বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানান।

 

এলাকার এক বাসিন্দা যাত্রাবাবু জানান আমরা চাই শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকারা সময়মতো স্কুলে আসুক সেই সঙ্গে় শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের ঠিক মত , মিড ডে মিলের , খাওয়া দাওয়া সঠিকভাবে দিতে হবে।

অন্যদিকে ওই শিশু শিক্ষা কেন্দ্রের মুখ্য সহায়িকা , অঞ্জলি কুন্ডু সাহা বলেন এবার ভুল হয়ে গেলে ও, এবার থেকে , সব বিষয় তিনি তার উদ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top