দেওয়াল লিখনের মাধ্যমে জোরদার প্রচার অভিযান তৃণমূল যুব কংগ্রেসের। হাতে মাত্র আর কয়েক সপ্তাহ। ২১ সে জুলাই ধর্মতলায় তৃণমূলের সহীদ দিবসের দিনে কর্মী সমাগমে জন জোয়ারে পরিণত করতে জোরকদমে প্রচার অভিযান চালাচ্ছে তৃণমূল। কোথাও কর্মী সভা আবার কোথাও বা দেওয়াল লিখনের মধ্যে দিয়ে চলছে প্রচার অভিযান।
পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী চন্দনা সরকারের নির্দেশে মঙ্গলবার দেয়ালের লিখনের মধ্যে প্রচার অভিযানে নামলো তৃণমূলের যুব সংগঠন। চাঁচল শহরের একাধিক দেওয়ালে ২১ সে জুলাই সহিদ সমাবেশে যোগ দেওয়ার জন্য বার্তা লিখনে চাঁচল ১ নং ব্লকের তৃণমুলের যুব নেতা মেহবুব আলম সরকার।এছাড়াও চাঁচল বিধানসভার সব পঞ্চায়েত এলাকাগুলিতে দেওয়া লিখনের কাজ চলছে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে।
আরও পড়ুন – উত্তরের ফিল্মসিটি নিয়ে আশার ইঙ্গিত মিমি চক্রবর্তীর
উল্লেখ্য, দেওয়াল লিখনের মাধ্যমে জোরদার প্রচার অভিযান তৃণমূল যুব কংগ্রেসের। হাতে মাত্র আর কয়েক সপ্তাহ। ২১ সে জুলাই ধর্মতলায় তৃণমূলের সহীদ দিবসের দিনে কর্মী সমাগমে জন জোয়ারে পরিণত করতে জোরকদমে প্রচার অভিযান চালাচ্ছে তৃণমূল। কোথাও কর্মী সভা আবার কোথাও বা দেওয়াল লিখনের মধ্যে দিয়ে চলছে প্রচার অভিযান।
পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী চন্দনা সরকারের নির্দেশে মঙ্গলবার দেয়ালের লিখনের মধ্যে প্রচার অভিযানে নামলো তৃণমূলের যুব সংগঠন। চাঁচল শহরের একাধিক দেওয়ালে ২১ সে জুলাই সহিদ সমাবেশে যোগ দেওয়ার জন্য বার্তা লিখনে চাঁচল ১ নং ব্লকের তৃণমুলের যুব নেতা মেহবুব আলম সরকার।এছাড়াও চাঁচল বিধানসভার সব পঞ্চায়েত এলাকাগুলিতে দেওয়া লিখনের কাজ চলছে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে।