নিউজ ডেস্ক ২৬ অক্টোবর ২০২০:চূড়ান্ত অবনতি হয়েছে ফেলুদার। আপাতত মৃত্যুর সাথেই পাঞ্জা লড়ছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর তার স্নায়ু কাজ করছে না পাশাপাশি বেড়েছে করোনা এনসেফালোপ্যাথি সংক্রমণও।
বর্ষীয়ান অভিনেতার মস্তিস্কও একপ্রকার অচল। তার শারিরিক পরিস্থিতি বুঝেই তাঁকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শরীরে থাকা অন্যান্য রোগের সংক্রমণ এর পতিক্রিয়াও শুরু হয়ে গেছে। এসব কারনের জন্যই তাকে সাময়িক ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। ক্রমাগত চেতনা লোপ পেলেও তার লিভার, হৃদযন্ত্র অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এখন ও সচল। রক্তে অণুচক্রিকা কমছে বাড়ছে ইউরিয়া। প্রবীণ শিল্পের এরকম শারীরিক অবস্থা চিন্তায় ফেলেছে চিকিৎসকদের।