দুই ব্যক্তিকে খুনের অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল মালদা জেলা অতিরিক্ত দায়রা চতুর্থ আদালতের বিচারক। সাজাপ্রাপ্তরা হলো কমল মন্ডল ও দুলু মন্ডল। অভিযোগকারী অক্ষয় মন্ডলের আইনজীবী ইকবাল আলম জানান 2014 সালের আগস্ট মাসের 4 তারিখ টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে মালদার কালিয়াচক থানার হামিদপুর তরে খুন হয় এলাকার বাসিন্দা সাদিন মন্ডল। মৃতের মামা অক্ষয় মন্ডলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। দীর্ঘদিন মামলা চলার পর শনিবার বিচারপতি ভবানী শংকর শর্মা এই দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। এই মামলায় মোট 19 জনের সাক্ষ্য গ্রহণ করা হয় l