নিউজ ডেস্ক, ৪ জুন ২০২১ : এক্কেবারে অবিকল শাহরুখ খান। দেখে বুঝতেই পারবেন না আসল না নকল কিং খান।এমনি এক ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নকল এই কিং খানের নাম ইব্রাহিম কাদ্রি।ইনস্টাগ্রামে ইব্রাহিম কাদ্রিকে প্রায় সব ছবিতেই শাহরুখ খানের কোনও না কোনও লুক নকল করে পোজ দিতে দেখা গিয়েছে। কিংবা কিং খানের ছবির গানে অভিনয় করতে দেখা গিয়েছে।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল শাহরুখের এই ‘হামসকল’।

তবে এর আগেও হুবহু শাহরুখ খানের হামসকল পাওয়া গিয়েছিল। কিন্তু নেটিজনেরা বলছে ইব্রাহিম সকলের সেরা।ইতিমধ্যেই ইব্রাহিমেরে ৫ লক্ষ ফলোয়ার হয়ে গিয়েছে।

সকলেই বলছেন এতো একেবারে শাহরুখ। যদিও এই ভিডিও দেখে ফেলেছেন কিং খানও। মজা পেলেও , মন্তব্য করেননি তিনি। এমনটা তো হতেই পারে। তবে ইব্রাহিম কোথায় থাকে তা জানা যায়নি। কিন্তু তাঁর ভক্ত সংখ্যা মন ভরাবে। হুহু করে বাড়ছে শাহরুখ হামসকলের ফ্যান। সকলেই শেয়ার করছেন।এখন রাতারাতি সোশ্যাল মিডিয়ার স্টার হয়ে উঠেছেন ইব্রাহিম।
