উত্তর 24পরগণা – দেগঙ্গায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন ৬ জন। সোমবার ঘটে যাওয়া এই দুর্ঘটনার পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে—দেখা যায়, দু’টি বাইক বিপরীত দিক থেকে এসে প্রবল গতিতে একে অপরের সঙ্গে ধাক্কা খায় এবং আরোহীরা ছিটকে পড়ে রাস্তায় লুটিয়ে যান। স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনও আরোহীর মাথায় হেলমেট ছিল না। পুলিশের প্রাথমিক অনুমান, রাস্তার গর্ত এড়াতে গিয়েই এই সংঘর্ষ ঘটে থাকতে পারে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
এর আগেও চলতি মাসেই দেগঙ্গায় বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন এক বৃদ্ধা। দেগঙ্গা থানার অধীনস্থ বিডিও অফিস সংলগ্ন টাকি রোডে বছর ৬৮-এর প্রভাবতী রায় বাইকের ধাক্কায় গুরুতর আহত হন। অভিযোগ, একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে সজোরে ধাক্কা দেয়। মাথায় মারাত্মক চোট লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ধারাবাহিক দুর্ঘটনায় আতঙ্কে স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি তুলছেন।




















