উত্তর ২৪পরগণা:- বুধবার দুপুরে প্রায় শতাধিক কর্মী সর্মথকদের যোগদান তৃণমূল কংগ্রেসে, তাদের হাতে দলীয় পতাকা তুলে বরণ করে নিলেন চাঁপাতলা পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী, উপস্থিত ছিলেন চাঁপাতলা অঞ্চলের অনান্য তৃণমূল নেতৃত্ব।

চাঁপাতলা পঞ্চায়েতের কে এম চাঁদপুর ১ নং ও ২ নং সংসদ এলাকার সি পি আই এম,আই এস এফ, কংগ্রেস কর্মী সর্মথকরা যোগদান করায় এলাকায় তৃণমূল শক্তিশালী হলো বলে সূত্র মারফত জানা গেছে।সদ্য সমাপ্ত বিধানসভায় এই দুটি বুথে তৃণমূল পিছিয়ে ছিল। মমতা ব্যানার্জির উন্নয়নের শরিক হতে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানিয়েছেন।