দেগঙ্গার অনন্তপাড়া এলাকায় বেপরোয়া বাইক বাহিনীর তান্ডব, প্রতিবাদ করে অনন্তপাড়ার এক যুবক আর সেই যুবক কে অপহরণের অভিযোগ প্রতিবাদী স্থানীয় ব্যবসায়ী হালিম মন্ডলকে, দুষ্কৃতীদের হামলায় আহত এক শিশু ও মহিলা। ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীর মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে ব্যস্ততম বারাসত বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
অভিযোগ গতকাল রাস্তার উপড় বেপরোয়া গতিতে বাইক চালিয়ে, বাইকের সাইলেন্সর দিয়ে আগুনের ফুলকি বার করে কেরামতী দেখাচ্ছিল বাইক বাহিনী,স্থানীয় যুবক হালিম তার প্রতিবাদ করলে গতকাল একপ্রস্থ ঝামেলা হয় দু পক্ষের মধ্যে,প্রতিবাদী যুবক হালিম মন্ডলকে দেখে নেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা.
আচমকা বাইক বাহিনী বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে হালিমের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীদের দল,প্রাণ ভয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে বাড়ির মহিলা, শিশু কে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা,মেরে জখম করে দুষ্কৃতীরা অপহরন করে নিয়ে যায় হালিমকে। অভিযোগের তীর হাবড়া থানা এলাকার খোসদেলপুর এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে।প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলছে এলাকায়। এলাকায় ব্যাপক উত্তেজনা।
আরও পড়ুন- বাংলা দলের অধিনায়ক মনোতোষ চাকলাদার ও স্ট্রাইকার দিলীপ ওঁরাওকে চাকরি দিল নবান্ন
উল্লেখ্য, দেগঙ্গার অনন্তপাড়া এলাকায় বেপরোয়া বাইক বাহিনীর তান্ডব, প্রতিবাদ করে অনন্তপাড়ার এক যুবক আর সেই যুবক কে অপহরণের অভিযোগ প্রতিবাদী স্থানীয় ব্যবসায়ী হালিম মন্ডলকে, দুষ্কৃতীদের হামলায় আহত এক শিশু ও মহিলা। ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীর মুক্তি ও দোষীদের শাস্তির দাবিতে ব্যস্ততম বারাসত বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, এলাকায় বিশাল পুলিশ বাহিনী।
অভিযোগ গতকাল রাস্তার উপড় বেপরোয়া গতিতে বাইক চালিয়ে, বাইকের সাইলেন্সর দিয়ে আগুনের ফুলকি বার করে কেরামতী দেখাচ্ছিল বাইক বাহিনী,স্থানীয় যুবক হালিম তার প্রতিবাদ করলে গতকাল একপ্রস্থ ঝামেলা হয় দু পক্ষের মধ্যে,প্রতিবাদী যুবক হালিম মন্ডলকে দেখে নেওয়ার হুমকি দেয় অভিযুক্তরা.
আচমকা বাইক বাহিনী বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে হালিমের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীদের দল,প্রাণ ভয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে বাড়ির মহিলা, শিশু কে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা,মেরে জখম করে দুষ্কৃতীরা অপহরন করে নিয়ে যায় হালিমকে। অভিযোগের তীর হাবড়া থানা এলাকার খোসদেলপুর এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে।প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলছে এলাকায়। এলাকায় ব্যাপক উত্তেজনা।