দমদম:- দেড়শ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই গ্রেফতার করল বিমানবন্দর থানার পুলিশ। গতকাল বিকাল বেলা রাজারহাট সলুয়ার কাছ থেকে দেড়শ কেজি গাঁজা উদ্ধার হয়। একটি ছোট হাতি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

বিমানবন্দর থানার পুলিশ সূত্র মারফত খবর, পেয়ে গাড়িটি আটক করে গাড়ির মধ্যে থেকে এই প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়। এবং দুজনকে গ্রেপ্তার করে পুলিশ । পুলিশ খতিয়ে দেখছে এত পরিমাণে গাজা কোথায় যাচ্ছিল। কি কারণেই বা নিয়ে যাওয়া হচ্ছিল ।ইতিমধ্যেই দুজনকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।