দেড় বছরের প্রেমের পর অন্য ছেলের সাথে প্রেম, সহ্য করতে না পারায় আত্মহত্যা!

দেড় বছরের প্রেমের পর অন্য ছেলের সাথে প্রেম, সহ্য করতে না পারায় আত্মহত্যা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অশোকনগর – দিনের পর দিন ধরে চোখের সামনে অন্য ছেলের হাত ধরে ঘোরা,লুকিয়ে ফোনে কথা বলা,চ্যাট করা সহ্য করতে পারছিল না সায়ক।অবশেষে ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ঝুলল অশোকনগর থানা অন্তর্গত কল্যাণগড়ের সায়ক চক্রবর্তী । একটি মেয়ের জন্য অকালে ঝরে গেল তরতাজা প্রাণ? এমনই অভিযোগ সায়কের পরিবারের সদস্যদের।দীর্ঘ দেড় বছর ধরে চুটিয়ে প্রেম করছিল সায়ক ও শ্রেয়া।দুজনের বাড়ি অশোকনগর এলাকায়। অভিযোগ, হঠাৎই শ্রেয়ার মনে অন্য যুবকের প্রতি প্রেম আসে,আর তা নিয়েই শুরু হয় প্রেমিকযুগলের অশান্তি। শ্রেয়াকে বারবার বোঝালেও সায়কের কোনো কথাই শোনেনি সে,যার কারণে সায়ক বাড়ির লোকের কাছে কান্নায় ভেঙে পড়ত,যতদিন যাচ্ছিল ততই যেন মনমরা হয়ে পড়ছিল যুবক।এরপরই চরম সিদ্ধান্ত নেয় সায়ক।

সায়কের মৃতদেহ পরিবারের লোকজন শ্রেয়ার বাড়ির সামনে নিয়ে আসে,ঘন্টাখানেক সায়কের দেহ রাস্তায় রেখে অবরোধ করে স্থানীয়রা ও শ্রেয়ার গ্রেফতারি চান তারা। ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ।পুলিশ আশ্বাস দেয় শ্রেয়ার গ্রেফতার হওয়ার কথা, এরপর অবরোধ ওঠে। পরিবারের অভিযোগ, দিনের পর দিন সায়ক ও শ্রেয়া প্রেম করত,হঠাৎই তাদের সম্পর্কে ছন্দপতন হয় যার কারণে সায়ক মর্মান্তিক সিদ্ধান্ত গ্রহণ করে,এমনকি এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নাকি শ্রেয়াই বাধ্য করে বলে আরও অভিযোগ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top