বীরভূম – বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুণ গ্রামের মালপাড়া যেন পরিণত হয়েছে এক জলশূন্য দ্বীপে। প্রায় দেড় মাস ধরে মালপাড়ার একমাত্র পানীয় জলের কলটি বিকল হয়ে পড়ে রয়েছে। তার আগে থেকেই এলাকার একমাত্র সাংসারিক মোটরটি ছিল অকেজো।স্থানীয়দের বক্তব্য, একটি নতুন মোটর বসানোর উদ্যোগ নেওয়া হলেও সেটি মাটির নিচে পাথরে আটকে যাওয়ার কারণে কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত সেই কাজ পুনরায় শুরু হয়নি, আসেননি কোনও মিস্ত্রিও। ফলে জল-সংকট ঘনীভূত হয়েছে দিন দিন।এলাকাবাসীরা জানিয়েছেন, কল বিকল হওয়ার পরে তাঁরা ভেবেছিলেন প্রশাসন বা জনপ্রতিনিধিরা দ্রুত ব্যবস্থা নেবেন। কিন্তু এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও কোনও কার্যকরী পদক্ষেপ দেখা যায়নি। সেই প্রত্যাশা আজ ক্ষোভে রূপ নিয়েছে।
