নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,১৮ই জুলাই : দেনার দায়ে আত্মঘাতী এক ব্যক্তি। নিজের লাইসেন্স প্রাপ্ত বন্দুক দুই পোষ্য কুকুরকে গুলি করে খুন করে নিজেও ঐ বন্দুকের গুলিতে আত্মঘাতী হন। মৃতের নাম শুভঙ্কর রায় চৌধুরী (৪৭)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার নারায়ণী তলা চৌধুরী পাড়ায়। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে।
স্থানীয় মানুষদের দাবি পেশায় অটো চালক শুভঙ্কর বাজারে বেশ কয়েক লক্ষ টাকা দেনার জড়িয়ে পড়েছিলেন, সেই কারণেই বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। এরই জেরে আত্মঘাতী হয়েছেন বলে দাবি স্থানীয়দের।