রাজ্য – পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন মঞ্চে ফের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বসেই টেবিলে রাখা নোটপ্যাড, পেন্সিল ও হাইলাইটার তুলে নেন তিনি। মুহূর্তের মধ্যেই সেই নোটপ্যাডে নিজের হাতে এঁকে ফেলেন দেবীর মুখ। বক্তব্য শুরুর আগেই মুখ্যমন্ত্রীর এই সৃষ্টিশীল মুহূর্তে মুগ্ধ হয়ে যান উপস্থিত অতিথিরা। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়ার পর নোটপ্যাডটি সংগ্রহের জন্য উৎসাহী হয়ে পড়েন বিধায়করা। শেষ পর্যন্ত চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সেটি নিজের কাছে রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “গণতন্ত্রে সবাই সমান। কেউ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। সংবিধান সবার সমান অধিকার দেয়। আমরা বিভেদের রাজনীতি করি না, মানবিকতাই আমাদের বড় ধর্ম।” তিনি আরও বলেন, “জগদ্ধাত্রী পুজোর মধ্যেই ছটপুজো শেষ হয়েছে। পুলিশ ও পুরসভা দু’জনেই দারুণ কাজ করেছে। আজ পোস্তা বাজার মার্চেন্টস অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলাম। পাশাপাশি কৃষ্ণনগর, চন্দননগর, চুঁচুড়া ও ভদ্রেশ্বরের পুজোরও উদ্বোধন করেছি মঞ্চ থেকেই। মা সর্বত্র পূজিতা হোন, উৎসব আমাদের ঐক্যবদ্ধ করে, তাতেই আমরা ভাল থাকি।”




















