দেবী দুর্গার আগমন ও গমন। এবার কী অবস্থা হতে চলেছে পৃথিবীবাসীর? জানতে দেখুন দেবী দুর্গার আগমন ও গমন। প্রচলিত বিশ্বাস অনুসারে দেবী দুর্গার আগমন ও গমনের কিসে তার উপরই নির্ভর করে বছরটির ভালোমন্দ। ভাগবত পুরাণ অনুসারে রবিবার বা সোমবার নবরাত্রি শুরু হলে দুর্গা মর্তে আসবেন হাতির পিঠে চেপে। গজ সবসময়ই শুভ। এর অর্থ হল শস্য ফলবে অফুরন্ত। পৃথিবীতে মানুষের খাদ্যের আকাল হবে না। আবার গজে ফিরে যাওয়ার অর্থ হল সারা বছরই মায়ের আশীর্বাদ পাবে জীবকুল। ভালোবাসা এবং আনন্দে পূর্ণ থাকবে জীবন।
অন্যদিকে নবরাত্রি শুরুর বার শনি বা মঙ্গল হলে আসেন ঘোড়ায় চেপে। ঘোটকে আসা খুব একটা শুভ নয়। এর অর্থ হল বিপদ ও ধ্বংস বাড়বে। এই ঘোড়া রাজায় রাজায় যুদ্ধ হওয়ার প্রতীক। অর্থাৎ বিভিন্ন দেশের যুদ্ধে জড়িয়ে পড়ার ইঙ্গিত দেয় ঘোড়া। রাজনৈতিক ক্ষেত্র ও সামাজিক ক্ষেত্রে অস্থিরতার ইঙ্গিত দেবীর ঘোটকে আগমন।
আরও পড়ুন – থার্মোকলের অভাবে বিপাকে মন্ডপ সজ্জার শিল্পীরা
বৃহঃস্পতিবার শুক্রবার হলে আসেন দোলায় চেপে। দেবীর পালকিতে আগমন কিমবা গমন অশুভ ইঙ্গিত দেয়। এর অর্থ অত্যন্ত খারাপ দিন অপেক্ষা করে আছে পৃথিবীবাসীর জন্য। খরা, মহামারী অপেক্ষা করে আছে আগামী দিনে। দোলা বহন করেন চারজন মানুষ। এর অর্থ হল মানুষ একজোট না থাকলে খারাপ সময় পেরনো অসম্ভব হবে।
বুধবার দিনটি পড়লে উমা আসেন নৌকায় চেপে। এর অর্থ হল পৃথিবীতে শস্যের কোনও অভাব হবে না। একইসঙ্গে বন্যা হওয়ারও ইশারা করে এই বাহন। ফসল ভাল হলেও অতিবৃষ্টি এবং বন্যাতেও ভুগতে হতে পার. মানুষকে।
বিসর্জনের জন্য যে দিনটি থাকে বা দশমীর জন্য যে দিনটি চিহ্নিত হয় ওই দিনটিই উমার কৈলাসে ফিরে যাওয়ার দিন হিসেবে ধরা হয়। দেবী দুর্গা যদি বুধবার বা শুক্রবার ফেরেন তাহলে ধরা হয় তিনি গজে ফিরছেন। গজের পিঠে ফেরা সবসময়ই শুভ বলে বিবেচনা করা হয়। মনে করা হয় আগামী দিনে পৃথিবী হয়ে উঠবে শস্য শ্যামলা। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক মা কিসে আসছেন।
দেবীর আগমন গজে ও গমন নৌকায়