দেব ব্যস্ত কাজ নিয়ে, কার সঙ্গে রাত জাগছেন রুক্মিণী? ভাইঝির সঙ্গে খুনসুটি আর আদরে কেটেছে রাতভর সময়

দেব ব্যস্ত কাজ নিয়ে, কার সঙ্গে রাত জাগছেন রুক্মিণী? ভাইঝির সঙ্গে খুনসুটি আর আদরে কেটেছে রাতভর সময়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – দিওয়ালি ও কালীপুজো উপলক্ষে কলকাতায় ফিরেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কালীপুজোর রাতে দেবের সঙ্গে তাঁর মান-অভিমান মিটে যাওয়ার ছবি দেখে খুশি হয়েছিলেন তাঁদের অনুরাগীরা। কারণ, এর আগে শোনা যাচ্ছিল—দেব ও রুক্মিণীর সম্পর্কে নাকি কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু পুজোর রাতে তাঁদের একসঙ্গে বাজি ফাটাতে দেখে সেই জল্পনা আপাতত থেমেছে। যদিও বর্তমানে কাজের ব্যস্ততায় দেব তাঁর প্রেয়সীকে সময় দিতে পারছেন না। এরই মাঝে রুক্মিণী জানালেন, তিনি কিন্তু একদম একা নন, রাত জেগে সময় কাটাচ্ছেন তাঁর প্রিয়জনের সঙ্গেই।

কলকাতায় সংক্ষিপ্ত সফর সেরে রুক্মিণী উড়ে গিয়েছেন দিল্লি। সেখানে রয়েছেন তাঁর আদরের ভাইঝি আমাইরা। এই সফর মূলত ভাইঝির জন্মদিন উদ্‌যাপন করতেই। জন্মদিনের পার্টি শেষ করে অভিনেত্রী মুম্বইয়ে ফিরবেন কাজের জন্য। ইতিমধ্যেই তাঁর ইনস্টাগ্রাম রিলস ও স্টোরি দেখে বোঝা যাচ্ছে—তিনি এখন দিল্লিতেই রয়েছেন। আমাইরা নিজেও বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়, নায়িকার দাদার মেয়ে হলেও ছোট বয়সেই টলিপাড়ায় পরিচিত মুখ সে।

দীর্ঘ ছয় মাস পর ভাইঝির সঙ্গে দেখা হওয়ায় রুক্মিণীর উচ্ছ্বাস যেন ধরে না। সারারাত জেগে চলল পিসি-ভাইঝির খুনসুটি, ভালোবাসা আর রিল বানানোর মজা। রুক্মিণীকে দেখা গেল একদম নো মেকআপ লুকে, প্রিন্টেড নাইট ড্রেসে, একেবারে ঘরোয়া ভঙ্গিতে। অভিনেত্রীর পোস্টে এক অনুরাগী লিখেছেন, “আমাইরা তো অনেক বড় হয়ে গিয়েছে!” উত্তরে রুক্মিণী লেখেন, “৬ মাস আগে দেখেছিলাম, এখন দেখে অবাক হচ্ছি, কতটা বড় হয়ে গিয়েছে!”

রুক্মিণী ও দেব দু’জনের সঙ্গেই আমাইরার দারুণ সম্পর্ক। এর আগে দেব ও আমাইরার একাধিক খুনসুটির ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যা পোস্ট করেছিলেন রুক্মিণী নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুক্মিণী জানালেন, “আমি জানি, প্রশ্ন উঠছে কেন আমাকে দেবের সঙ্গে দেখা যাচ্ছে না। আসলে আমি কলকাতায় ছিলাম না, মুম্বইতে শ্যুটিংয়ে ব্যস্ত ছিলাম।” কালীপুজোর দিনই তিনি কলকাতায় ফেরেন এবং দেবের সঙ্গে সময় কাটান।

এখন দেব ব্যস্ত কাজ নিয়ে, আর রুক্মিণী সময় দিচ্ছেন তাঁর সবচেয়ে প্রিয় সঙ্গী—ভাইঝি আমাইরাকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top