কলকাতা – আজ দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ মিলাদ-উন নবী বা নবী দিবস, যা ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটি উদযাপন করা হয় শেষ নবী হজরত মুহাম্মদ সাহেবের জন্মদিন হিসেবে। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মতোই কলকাতার অলিগলি, মোহল্লা ও বাজার উৎসবের সাজে সেজে উঠেছে।
শহরের নানা এলাকায় বিশেষ আলোসজ্জা, ধর্মীয় সজ্জা ও জুলুসের আয়োজন করা হয়েছে। কোথাও তৈরি হয়েছে মদীনা শরীফের প্রতিরূপ, আবার কোথাও সকাল থেকেই বেরিয়েছে নবী দিবসের বিশেষ শোভাযাত্রা। স্থানীয় মসজিদ ও মহল্লাগুলিতেও বিশেষ প্রার্থনা, কোরআন পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
শুধু কলকাতা নয়, সারা রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে আজ মহাসমারোহে পালিত হচ্ছে নবী দিবস। উৎসব ঘিরে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ছে সর্বত্র।




















