দেশজুড়ে বোমা হুমকি, চূড়ান্ত সতর্কতায় নিরাপত্তা ব্যবস্থা

দেশজুড়ে বোমা হুমকি, চূড়ান্ত সতর্কতায় নিরাপত্তা ব্যবস্থা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – পরপর বোমা হুমকির ঘটনায় উদ্বেগ বাড়ছে দেশজুড়ে। বুধবার সন্ধ্যায় আজমের–দাদর এক্সপ্রেসে বিস্ফোরণের হুমকি আসায় ট্রেনটি জরুরি ভিত্তিতে আজমের স্টেশনে থামানো হয়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি চালায় রেল পুলিশ, জিআরপি, ডগ স্কোয়াড, সিআইডি সহ অন্যান্য নিরাপত্তা সংস্থা। স্টেশনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশবাহিনী। তল্লাশির সময় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

এদিকে সোমবার লখনউয়ের লুলু মলে হাতে লেখা একটি চিঠি পৌঁছয়, যেখানে মলসহ একাধিক স্কুলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। মল কর্তৃপক্ষ পুলিশকে জানালে সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাড়ানো হয়। পুলিশ জানায়, চিঠিতে একাধিক স্থানে বিস্ফোরণের উল্লেখ রয়েছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে রবিবার হায়দরাবাদের আরজিআই বিমানবন্দর কর্তৃপক্ষ একটি ইমেল পায়, যেখানে দাবি করা হয়, বাহরাইন থেকে হায়দরাবাদে আসা বিমানে বোমা রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে বিমানটির মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয়। তল্লাশি চালিয়ে কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি এবং পরে হুমকিটিকে ‘ভুয়ো’ ঘোষণা করা হয়। ইমেল প্রেরকের উৎস শনাক্ত করতে তদন্ত চলছে।

রেল, বিমান ও জনবহুল স্থানে একের পর এক বোমা হুমকিতে নিরাপত্তা মহলে সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে। কোথাও হুমকি বাস্তব, কোথাও ভুয়ো—তবুও কোনও ঝুঁকি না নিয়ে প্রতিটি ঘটনার তদন্ত ও নজরদারি জোরদার করছে প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top