দেশপ্রিয় পার্কের পর এবার মালদহের হরিশচন্দ্রপুরে সবচেয়ে বড় দূর্গা

দেশপ্রিয় পার্কের পর এবার মালদহের হরিশচন্দ্রপুরে সবচেয়ে বড় দূর্গা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশপ্রিয় পার্কের পর এবার মালদহের হরিশচন্দ্রপুরে সবচেয়ে বড় দূর্গা। কলকাতার পর এবার উত্তরবঙ্গে। ‘সব থেকে বড় দুর্গা’এই স্লোগানটির সঙ্গে বাঙালি পরিচিত হয়েছিল বেশ কয়েক বছর আগে। কলকাতার দেশপ্রিয় পার্কের পুজোর শ্লোগান ছিল এটি। এবার দুর্গা পুজোতেও সেই শ্লোগান। জানেন কী কোথায়? এবার পূজোতে চমক দিতে প্রস্তুত মালদহ জেলার হরিশচন্দ্রপুর থানার পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাব। প্রায় ৬০ ফুট উচ্চ দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগাচ্ছে তারা। মনে করা হচ্ছে যা শুধু মালদহ জেলা বা উত্তরবঙ্গ নয় পশ্চিমবঙ্গের সব থেকে বড় প্রতিমা। পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাবে এই মুহূর্তে তুমুল ব্যস্ততা শিল্পী এবং উদ্যোক্তাদের মধ্যে। চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি।

আরও পড়ুন – স্কুল ড্রেস পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের

৬০ ফিট উচ্চ দুর্গা প্রতিমা এমন ভাবে তৈরি হচ্ছে যাতে ঝড়, জল বৃষ্টিতে কোন রকম সমস্যা না হয়। প্রতিমা তৈরীর দায়িত্বে যৌথভাবে আছেন মালদহ ও কৃষ্ণনগরের শিল্পী। তবে শুধুমাত্র প্রতিমা নয়,প্যান্ডেল এবং আলোকসজ্জাতেও থাকছে চমক। উদ্যোক্তাদের আসা এবার রেকর্ড সংখ্যক ভিড় হবে তাদের পুজো মণ্ডপে। সেই ভিড় সামলাতে সব রকম ব্যবস্থা করা হচ্ছে ক্লাবের পক্ষ থেকে। ধর্ম যার যার উৎসব সবার। দুর্গা পুজোতে সম্প্রীতির এক অনন্য নজির তৈরি করছে পিপলা রামকৃষ্ণ ফ্যান ক্লাব।

 

প্রত্যেকবারের মত এইবারও হিন্দু মুসলিম সকলে মিলেই এই পুজোর আয়োজন করছে। পুজোর সম্পাদক এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ বুলবুল খান এবং প্রধান পৃষ্ঠপোষক জম্মু রহমান। পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। গত দুই বছর ইচ্ছে থাকলেও করোনা আবহাওয়া তেমন ভাবে বড় পুজো করতে পারেনি। সেই জায়গা থেকে এবার সব খামতি পূরণ করে দেওয়া হচ্ছে। এই পুজোকে কেন্দ্র করে সমগ্র হরিশচন্দ্রপুর এলাকা জুড়েই মানুষের মধ্যে তৈরি হয়েছে চরম উন্মাদনা। দেশপ্রিয় পার্কের

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top