দেশলাই লাগাতে যাচ্ছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু রা অভিযোগ ফিরহাদ হাকিমের

দেশলাই লাগাতে যাচ্ছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু রা অভিযোগ ফিরহাদ হাকিমের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেশলাই লাগাতে যাচ্ছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু রা অভিযোগ ফিরহাদ হাকিমের। মেয়র বলেন যে তার বাড়িতেই বিল একসঙ্গে আছে। এপ্রিল মাসে বিল আছে। কিন্তু জুন মাসে সেটা দিয়ে ডেট থাকছে। আমাদের 30 এপ্রিল পর্যন্ত সব বিল জেনারেট করে ফেলি। আমরা একটা বৈঠক করেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কে নিয়ে সব বাড়ির প্ল্যান নিয়ে KMRCL সঙ্গে বৈঠক করেছি। যেসব বাড়ি বিপদজনক আছে। সেইসব বাড়ী কে নোটিশ করা হবে। সেখানে স্থানীয় ভাবে একটা কমিটি করে দেওয়া হয়েছে। স্থানীয় কাউন্সিলর পুলিশ এবং কলকাতা পৌর সংস্থার আধিকারিকরা থাকবে। KMRCL কে এই সহায়তা করা হবে।

 

স্থানীয় দের সঙ্গে কথা বলা হবে তারা কি চাইছেন। ব্যবসায়ী রা একদিকে থাকবে যদি তারা রাজি হন তাহলে করা যাবে। নাহলে বাড়ি তৈরি করা যাবে না। যখন জমি স্টেবল হয়ে গেছে। তখনই কোনো পরিবর্তন করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী 4 ফুটে বাড়ির অনুমতি দেওয়া যাবে না। মেট্রো সম্পূর্ন রিপোর্ট না পাওয়ার পর্যন্ত সেটা করা হবে না। কোন ব্যাক্তির বাড়ি যদি নতুন করে ভেঙে তৈরি হচ্ছে না। তাহলে সামান্য সংস্কারের কাজে অনুমতি লাগে না। রুল 3 থেকেই জানা যায়। যে রং করার প্লাস্টার করার জন্য অনুমতি লাগে না।

 

কাউন্সিলর দের এক্সিকিউটিভ পাওয়ার নেই। আমাদের মানুষের হয়ে কথা বলার কাজ। করোনা খুব একটা পরিস্তিতি অবনতি নেই। একটু মাস্ক পড়লে সেটা ঠিক হবে। অত্যন্ত দুঃখের বিষয় একটা মেয়ে টা যাচ্ছিল। কেনো পুলিশ এটা ঘটালো। এটা সিআরপিএফ হয়ে থাকে।এটা নিয়ে মনতাত্ববিদ কে ডেকে দেখা উচিত। তাদের বাড়ির লোকের পাসে দাড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইন শৃঙ্খলা বাংলায় ঠিক আছে। হাওড়া একটা দুটি জায়গা কিছু হলে সেটা সারা বাংলা নয়। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী কে উস্কানি দেওয়া বন্ধ করা উচিত। বাংলার মানুষ সবাই একসঙ্গে থাকি। উগ্রুটা কেউ সমর্থন করে না।

 

কিন্তু এটা ও ঠিকা কাউকে আটকে রাখা কোনো ধর্ম শেখায় না। সবাই কে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে বলুন যে নুপুর শর্মা কে গ্রেফতার করেছেন। কোনো ব্যার্থ নয়। কালকে রাজ্য পুলিশ সামলেছেন। রাজ্য মানুষ ধর্ম নিরিপক্ষতা চান। যদি শান্তি বার্তা বিজেপি দিতে যাচ্ছেন না উস্কানি দিতে যাচ্ছিলেন। শান্তির আবেদন করেছেন। যারা বাংলার তার শান্তিপূর্ন নয় উস্কানি দিতে যাচ্ছেন বলে অভিযোগ ফিরহাদ এর। দেশলাই লাগাতে যাচ্ছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু রা অভিযোগ ফিরহাদ হাকিমের। দেশলাই লাগাতে যাচ্ছেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু রা অভিযোগ ফিরহাদ হাকিমের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top