দেশে উদ্বেগ বাড়াচ্ছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। দেশে করোনার দৈনিক সংক্রমণের হার কমলেও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৩ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩২ জন। যার ফলে কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা।
তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রবিবারের বুলেটিন অনুযায়ী অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৪৪ হাজার ৮৪৫, যা গত ২৬০ দিনে সর্বনিম্ন। সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ, যা করোনাকালে সর্বাধিক। তবে ভারতে একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ৫২৬ জনের। যার মধ্যে কেরলেই ৪৬৭ জন।
এদিকে, গত ২৪ ঘন্টায় কেরলে মৃত্যু হয়েছে ৫০ জনের। বাকি মৃত্যু আগের। ভারতের কেরল রাজ্যেই করোনা সংক্রমণ সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৪৬ জন। এরপর রয়েছে তামিলনাড়ু, তারপর পশ্চিমবঙ্গ। যদিও পশ্চিমবঙ্গে কিছুটা কমেছে করোনা সংক্রমণ। নতুন করে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭০। ভারতে দৈনিক পজিটিভিটি রেট ১.১৮ শতাংশ।
এদিকে দেশজুড়ে মোট ১০৮ কোটি ২১ লক্ষেরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। তবে ভারতে দিওয়ালি পরবর্তী সময়ে দেশের করোনা গ্রাফের এই গতির মাঝেই শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা উদ্বেগ বাড়াত শুরু করে দিয়েছে। উল্লেখ্য, দিওয়ালির পরবর্তী সময়ে দেশের করনা গ্রাফ নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন।
আর ও পড়ুন শীতের কাউন্টডাউন শুরু হলো শহরে
গত অগাস্ট মাসেই মনে করা হয়েছিল যে ভারতে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। বেশ কয়েকটি গবেষণা ও সমীক্ষায় এমনই কথা জানা যায়। এমন এক পরিস্থিতিতে ভারতে উতসবের মরশুমে করোনা দাপট কোথায় গিয়ে দাঁড়াতে পারে তা নিয়ে ছিলো নানা জল্পনা।
সেই জায়গা থেকে বর্তমানে করোনায় দৈনিক মৃতের সংখ্যা খানিকটা উদ্বেগ তৈরি করেছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য নামলেও ৫০০ এর উপরে মৃতের সংখ্যা ঘিরে ভারতে বাড়ছে উদ্বেগ।
উল্লেখ্য,দেশে উদ্বেগ বাড়াচ্ছে করোনায় দৈনিক মৃতের সংখ্যা। দেশে করোনার দৈনিক সংক্রমণের হার কমলেও উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৫৩ জন। সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩২ জন। যার ফলে কমল অ্যাক্টিভ কেসের সংখ্যা।তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রবিবারের বুলেটিন অনুযায়ী অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৪৪ হাজার ৮৪৫, যা গত ২৬০ দিনে সর্বনিম্ন। সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ, যা করোনাকালে সর্বাধিক। তবে ভারতে একদিনে কোভিডে মৃত্যু হয়েছে ৫২৬ জনের। যার মধ্যে কেরলেই ৪৬৭ জন।