নয়াদিল্লি, ২১ ডিসেম্বর, ২০২০:ভারতে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আজ কমে হয়েছে ৩ লক্ষ ৩ হাজার। এই সংখ্যা ১৬১ দিন পর সর্বনিম্ন।
দেশে গত ১৩ই জুলাই সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ১ হাজার ৬০৯। ভারতে মোট করোনায় আক্রান্তের মধ্যে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের হার কেবল ৩.০২ শতাংশ। নতুন করে সুস্থতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা আরও ১ হাজার ৭০৫টি কমেছে। দেশে গত ২৪ ঘন্টায় দৈনিক আক্রান্তের সংখ্যার তুলনায় সুস্থতার সংখ্যায় রেকর্ড অগ্রগতি হয়েছে। আলোচ্য সময়ে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৩৭ জন। অন্যদিকে, সুস্থ হয়েছেন ২৫ হাজার ৭০৯ জন। সুস্থতার হার আজ আরও বেড়ে হয়েছে ৯৫.৫৩ শতাংশ। সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৬ লক্ষ ৬ হাজার ১১১। এর ফলে, সুস্থতার সংখ্যা এবং মোট আক্রান্তের সংখ্যার মধ্যে ব্যবধান আরও বেড়ে হয়েছে ৯৩ লক্ষ ২ হাজার ৪৭২।গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থদের মধ্যে ৭১.৬১ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরল থেকে ১ দিনেই সর্বাধিক ৪ হাজার ৪৭১ জন আরোগ্য লাভ করেছেন। পশ্চিমবঙ্গে সুস্থ হয়েছেন ২ হাজার ৬২৭ জন এবং মহারাষ্ট্রে সুস্থতার সংখ্যা ২ হাজার ৬৪। দেশে গত ২৪ ঘন্টায় আক্রান্তদের ৭৯.২০ শতাংশই ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। কেরল থেকে সর্বাধিক ৫ হাজার ৭১১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮১১। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। দেশে গত ২৪ ঘন্টায় করোনাজনিত কারণে ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮১.৩৮ শতাংশই মারা গেছেন ১০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে। মহারাষ্ট্র থেকে সর্বাধিক ৯৮ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে মারা গেছেন ৪০ জন এবং কেরলে মারা গেছেন ৩০ জন।ভারতে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় মৃত্যুর ঘটনা বিশ্ব গড় হার ১০৫.৭ এর তুলনায় অনেক কম।
আরো পড়ুন… মোতিলাল ভোরা জি-র প্রয়াণে প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ