২৩ মার্চ, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু মিছিল অব্যাহত। বিশ্বজুড়ে মৃত্যু মিছিল চলছে। ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে মৃতের হার ক্রমশ বেড়েই চলেছে। ভারতেও চলছে মৃত্যু মিছিল। গতকাল রবিবার পর্যন্ত ভারতে ৭ জনের মৃত্যু হয়েছিল। আজ সোমবার আরও তিন জনের মৃত্যু হয়।
সোমবার সকালে মুম্বইয়ে ফিলিপিন্সের এক পর্যটকের মৃত্যু হয়৷ তারপর বিকেলে মৃত্যু হয় কলকাতায় এক ষাটোর্ধ্ব দমদম বাসিন্দার৷ পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তে এটাই ছিল প্রথম মৃত্যু৷ রাতে ফের মৃত্যুর খবর পাওয়া যায় হিমাচল প্রদেশের এক ব্যক্তির৷ হিমাচল প্রদেশে এক ৬০ বছরের এক ব্যক্তির মৃত্যুর খবর সোমবার রাত ৮টা নাগাদ পাওয়া গিয়েছে৷ শেষমেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ১০৷