২৪শে জুন, ২০২১ : দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় এখনও পর্যন্ত ৩০ কোটি ১৬ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় ৬৪ লক্ষ ৮৯ হাজার টিকাকরণ। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৬৯। দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে ৬ লক্ষ ২৭ হাজার ৫৭।

এখনও পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৯০ লক্ষ ৬৩ হাজার ৭৪০। দেশে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছে ৬৮ হাজার ৮৮৫ জন রোগী। দৈনিক ভিত্তিতে সুস্থতার সংখ্যা লাগাতার ৪২ দিন আক্রান্তের সংখ্যার তুলনায় বেশি। জাতীয় স্তরে সুস্থতার হার বেড়ে ৯৬.৬১ শতাংশ। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার কমে ৫ শতাংশের নীচে, বর্তমানে এই হার ৩.০৪ শতাংশ। দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ২.৯১ শতাংশ, লাগাতার ১৭ দিন ৫ শতাংশের নীচে। নমুনা পরীক্ষার হার ক্রমাগত বেড়েছে , মোট ৩৯ কোটি ৭৮ লক্ষ নমুনা পরীক্ষা হয়েছে।