১৯ মার্চ, দেশে ফিরেই বড়োসড়ো পরীক্ষার মুখে পড়লেন সৃজিত-প্রসেনজিৎ।সৃজিতের পরবর্তী ‘কাকাবাবু’ সিরিজের শুটিং শেষ করে জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার সকাল ৮ টা নাগাদ কলকাতা এলেন এই ‘কাকাবাবু’ সিরিজের পুরো টিম।অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায় এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দুজনের মুখে মাস্ক ছিল।এমনকি সাংবাদিকদের সঙ্গেও তাঁরা মাস্ক পড়েই কথা বললেন।
এয়ারপোর্টে করোনা সংক্রান্ত যেসব পরীক্ষা করা হয় সেই সকল পরীক্ষায় তাঁরা পাশ করেন।যদিও করোনায় আক্রান্ত ১৬টি দেশের মধ্যে আফ্রিকা না থাকায় আপাতত তাদের রাজারহাটে আইসোলেশন সেন্টারে যাওয়ার কোনও প্রয়োজন হচ্ছে না। তবে সতর্কতা মূলক ব্যবস্থা নিয়ে আগামী ১৪ দিনের জন্য তাঁরা নিজেরাই ‘হোম কোয়ারান্টিন’ থাকবেন বলে জানিয়েছেন।