নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৩ জানুয়ারি, সারা ভারত জুড়ে অবৈধ কচ্ছপ ব্যাবসা রুখতে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও পশ্চিমবঙ্গ বনদফতরের যৌথ অপারেশনে আজ উত্তরচব্বিশ পরগনার বনগাঁ এলাকার বনগাঁ বাজার, গাইঘাটা, ঠাকুরণগর, এলাকা থেকে ৯৮৫ টি ভারতীয় প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে।এর মধ্যে বেশিরভাগ ইন্ডিয়ান ফ্ল্যাপ সেল কচ্ছপ ও দুটি ইন্ডিয়ান পিকক সফট সেল কচ্ছপ।
জানা যায়, বনগাঁ এলাকার বাজার ও গোডাউন থেকে এই কচ্ছপ গুলিকে উদ্ধার করা হয়েছে।অবৈধ ব্যাবসার সাথে যুক্ত থাকার জন্য এই মর্মে দুজনকে গ্রেফতার করা হয়েছে।তাদের আগামী কাল কোর্টে তোলা হইবে।তবে মানুষের খাদ্য সামগ্রী হিসাবে কচ্ছপ গুলিকে রপ্তানি করা হচ্ছিল বলে জানান ক্রাইম কন্ট্রোল ব্যুরো র আধিকারিকরা।অন্ধ্রপ্রদেশ ,উত্তরপ্রদেশ এর বিভিন্ন এলাকা থেকেএই ধরণের বন্যপ্রাণ আমদানি করা হচ্ছে বলে আধিকারিকদের দাবি।



















