নদীয়ার এইমস হাসপাতালে শুরু হল মরণোত্তর দেহ দান কর্মসূচি। নদীয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস( এইমস) হাসপাতালে চালু হল মরণোত্তর দেহ দান কর্মসূচি।শুক্রবার এই কর্মসূচির উদ্বোধন করেন এইমস, কল্যাণীর অধিকর্তা ডাক্তার রামজি সিং। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর এমিরেটস বিজ্ঞানী স্মিতা মাহালি। এ বিষয়ে এইমস্ কল্যাণীর মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাক্তার অজয় মল্লিক জানান, “মরনোত্তর দেহ দানের মাধ্যমে মেডিকেল পড়তে আসা ছাত্র-ছাত্রীরা শব ব্যবচ্ছেদের সুযোগ পাবেন।”
এইমস কল্যাণীর অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার বিশ্ববীনা রায় জানান, “আজ প্রথম দিনে এই কর্মসূচির সূচনায় ১৫ জন মরনোত্তর দেহ দান করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আজকের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মরনোত্তর শিক্ষা দান।” শুক্রবার কল্যাণী এইমস্ হাসপাতালে দেহ দানের চুক্তিতে একাধিক ব্যক্তিদের সঙ্গে কল্যাণী ব্লকের সুগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবীর হালদার ও মরণোত্তর দেহদানের চুক্তিতে আবদ্ধ হলেন বলে সূত্রের খবরে জানা গিয়েছে।
আর ও পড়ুন ঘরের মধ্যে পর্যাপ্ত অক্সিজেন সতেজ রাখতে ছোট গাছ রাখার পরামর্শ
উল্লেখ্য, নদীয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস( এইমস) হাসপাতালে চালু হল মরণোত্তর দেহ দান কর্মসূচি।শুক্রবার এই কর্মসূচির উদ্বোধন করেন এইমস, কল্যাণীর অধিকর্তা ডাক্তার রামজি সিং। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ-এর এমিরেটস বিজ্ঞানী স্মিতা মাহালি। এ বিষয়ে এইমস্ কল্যাণীর মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাক্তার অজয় মল্লিক জানান, “মরনোত্তর দেহ দানের মাধ্যমে মেডিকেল পড়তে আসা ছাত্র-ছাত্রীরা শব ব্যবচ্ছেদের সুযোগ পাবেন।”
এইমস কল্যাণীর অ্যানাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার বিশ্ববীনা রায় জানান, “আজ প্রথম দিনে এই কর্মসূচির সূচনায় ১৫ জন মরনোত্তর দেহ দান করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আজকের এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে মরনোত্তর শিক্ষা দান।” শুক্রবার কল্যাণী এইমস্ হাসপাতালে দেহ দানের চুক্তিতে একাধিক ব্যক্তিদের সঙ্গে কল্যাণী ব্লকের সুগুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবীর হালদার ও মরণোত্তর দেহদানের চুক্তিতে আবদ্ধ হলেন বলে সূত্রের খবরে জানা গিয়েছে।