বাড়ির চার তলা ভাড়া করে দেহ ব্যবসার আসর। পুলিশের হাতে গ্রেফতার স্বামী স্ত্রী। উদ্ধার ছয়তার মধ্যে দুই জন নাবালিকা।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে। ঘটনা নিউটাউনের সিই ব্লকের ১৮৮নাম্বার বাড়ি।
পুলিশ সূত্রে খবর, তারা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলো যে নিউটউনের সিই ব্লকের ১৮৮নাম্বার বাড়িতে বেশ কিছু তরুণী রয়েছে এবং সেখানে বেশ কিছু লোকের সন্দেহ জনক ভাবে আসাযাওয়া চলছে।
সেই খবরের ভিত্তিতে গতকাল বিকেলে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ ও নিউটাউন থানা যৌথ ভাবে তল্লাশি চালিয়ে গভীর রাতে ওখান থেকে ছয় জন তরুণী যার মধ্যে দুজন নাবালিকা তাদের উদ্ধার করে। এবং স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করে যারা ক্যানিং এর বাসিন্দা। এক মাস হয়েছে এই বাড়ির চার তলা ভাড়া নিয়ে দেহ ব্যবসার আসর বসিয়েছিল। এর পিছনে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।
আরও পড়ুন – সুস্থ জেল্লাদার ত্বক পেতে সকালে ঘুম থেকে উঠে মেনে চলুন এই ছ’টি নিয়ম
উল্লেখ্য, বাড়ির চার তলা ভাড়া করে দেহ ব্যবসার আসর। পুলিশের হাতে গ্রেফতার স্বামী স্ত্রী। উদ্ধার ছয়তার মধ্যে দুই জন নাবালিকা।আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।ঘটনা নিউটাউনের সিই ব্লকের ১৮৮নাম্বার বাড়ি। পুলিশ সূত্রে খবর, তারা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছিলো যে নিউটউনের সিই ব্লকের ১৮৮নাম্বার বাড়িতে বেশ কিছু তরুণী রয়েছে এবং সেখানে বেশ কিছু লোকের সন্দেহ জনক ভাবে আসাযাওয়া চলছে।
সেই খবরের ভিত্তিতে গতকাল বিকেলে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ ও নিউটাউন থানা যৌথ ভাবে তল্লাশি চালিয়ে গভীর রাতে ওখান থেকে ছয় জন তরুণী যার মধ্যে দুজন নাবালিকা তাদের উদ্ধার করে। এবং স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করে যারা ক্যানিং এর বাসিন্দা। এক মাস হয়েছে এই বাড়ির চার তলা ভাড়া নিয়ে দেহ ব্যবসার আসর বসিয়েছিল। এর পিছনে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ ধৃতদের বারাসাত কোর্টে তোলা হবে।