
নিজস্ব সংবাদদাতা,মালদা,১৯শে সেপ্টেম্বরঃ মালদহ জেলার ইংরেজ বাজার থানার পুলিশ মালদহ শহরের রথবাড়ি মোড় থেকে ১৩ জন মহিলা এবং ৪ জন পুরুষ কে গতকাল রাতে গ্রেফতার করে। এরা সকলেই দেহ ব্যবসায় যুক্ত বলে অভিযোগ পুলিশের। শহরের রথবাড়ি এলাকা দিন দিন মদ সাট্টা এবং দেহ ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছে। দিন সাতেক আগে এখান থেকে পুলিশ ২০ জন সাট্টা বিক্রেতাকে গ্রেফতার করে।



















