দেড় মাসের শিশুকে খুন করার অভিযোগ মা-এর বিরুদ্ধে

দেড় মাসের শিশুকে খুন করার অভিযোগ মা-এর বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দেড় মাসের শিশুকে খুন করার অভিযোগ মা-এর বিরুদ্ধে। দেড় মাসের শিশুকে খুন করার অভিযোগ মা-এর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভূয়োর গ্রাম পঞ্চায়েতের মূলগ্রামের। জানা গেছে প্রায় তিন বছর পূর্বে কুমারগঞ্জ ব্লকের ভূয়োর গ্রাম পঞ্চায়েতের মূলগ্রামের বাসিন্দা বাপ্পা সরেন-এর সঙ্গে শেফালী বর্মন(নাম পরিবর্তিত)-এর বিয়ে হয়।

 

এরপর শেফালী বর্মন-এর সন্তানও হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে শেফালী বর্মনের স্বামী বাপ্পা সরেন কর্মসূত্রে ভীন রাজ্যে থাকেন। বাপ্পা সরেন-এর ভাই অভিজিৎ সরেন-এর বক্তব্য তার দাদা তাকে ফোন করে বলেন তার ভাতিজা ঘরে রয়েছে কিনা তা দেখবার জন্য বলে। যার পরে তিনি ঘরে গিয়ে দেখেন কম্বল উঠিয়ে দেখেন তার ভাস্তা গলা-পচা অবস্থায় পড়ে রয়েছে। যার পরেই তিনি কুমারগঞ্জ থানায় খবর দেন।

 

এরপরে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃত শিশুটির মৃতদেহ উদ্ধার করে এবং সোমবার শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠায়। মৃত শিশুর কাকা অভিজিৎ সরেন-এর অভিযোগ তার বৌদি খুন করেছে শিশুটিকে। তার এও বক্তব্য ঘটনার পর থেকে পলাতক শেফালী বর্মন(নাম পরিবর্তিত)। শেষ পাওয়া খবর অনুযায়ী প্রাথমিকভাবে জানা গেছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুমারগঞ্জ থানার পুলিশ।

আরও পড়ুন – বনদপ্তরের অনুমতি না নিয়ে শিক্ষা দপ্তর কাটল বিরাট অশ্বত্থ গাছ, চাঞ্চল্য রায়গঞ্জে

উল্লেখ্য, দেড় মাসের শিশুকে খুন করার অভিযোগ মা-এর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভূয়োর গ্রাম পঞ্চায়েতের মূলগ্রামের। জানা গেছে প্রায় তিন বছর পূর্বে কুমারগঞ্জ ব্লকের ভূয়োর গ্রাম পঞ্চায়েতের মূলগ্রামের বাসিন্দা বাপ্পা সরেন-এর সঙ্গে শেফালী বর্মন(নাম পরিবর্তিত)-এর বিয়ে হয়।

 

এরপর শেফালী বর্মন-এর সন্তানও হয়। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে শেফালী বর্মনের স্বামী বাপ্পা সরেন কর্মসূত্রে ভীন রাজ্যে থাকেন। বাপ্পা সরেন-এর ভাই অভিজিৎ সরেন-এর বক্তব্য তার দাদা তাকে ফোন করে বলেন তার ভাতিজা ঘরে রয়েছে কিনা তা দেখবার জন্য বলে। যার পরে তিনি ঘরে গিয়ে দেখেন কম্বল উঠিয়ে দেখেন তার ভাস্তা গলা-পচা অবস্থায় পড়ে রয়েছে। যার পরেই তিনি কুমারগঞ্জ থানায় খবর দেন।

 

এরপরে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃত শিশুটির মৃতদেহ উদ্ধার করে এবং সোমবার শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট পুলিশ মর্গে পাঠায়। মৃত শিশুর কাকা অভিজিৎ সরেন-এর অভিযোগ তার বৌদি খুন করেছে শিশুটিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top