Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
Salt Lake shopkeeper quarrels, Kolkata police constable beaten, protests

সল্টলেকে দোকানদারের সঙ্গে বচসা, কলকাতা পুলিশের কনষ্টেবেলকে মারধোর, এলাকায় বিক্ষোভ

সল্টলেকে দোকানদারের সঙ্গে বচসা, কলকাতা পুলিশের কনষ্টেবেলকে মারধোর, এলাকায় বিক্ষোভ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
দোকানদারের

সল্টলেকে দোকানদারের সঙ্গে বচসা, কলকাতা পুলিশের কনষ্টেবেলকে মারধোর, এলাকায় বিক্ষোভ । অসুস্থ কলকাতা পুলিসের এক কনস্টেবল  সল্টলেকের বৈশাখী বাজারে ওষুধ কিনতে এলে দোকানদারের সাথে বচসা হয়।অভিযোগ সেই সময় স্থানীয় যুবকরা ওই পুলিশকে মারধর করে।আহত পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনা ঘটে গত ২৮ তারিখের।আজ অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ওই দোকানের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়।

 

২৮ তারিখ সল্টলেকের পুলিশ আবাসনের বাসিন্দা রঞ্জিত সিং বৈশাখী বাজারে ওষুধ কিনতে যায়।অভিযোগ সেই সময় দোকানদারের সঙ্গে বচসা হয়।এর পর স্থানীয় যুবকরা এসে ওই অসুস্থ পুলিশ কর্মীকে মারধর করা হয়।এর পর পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।আজ পরিবারের কাছে খবর আসে ওই পুলিশ কর্মীর অবস্থার অবনতি হয়।

 

এর পর পুলিশ আবাসনের লোকজন ও পরিবারের লোকজন ওই দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।অভিযোগ প্রাক্তন কাউন্সিলর ও ৩০ নাম্বার ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিতা মন্ডলের অনুগামীর দিকে।

 

আর ও পড়ুন     কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার শিবপুরে

 

অনিতা মন্ডল এই ঘটনা নিয়ে বলেন, আমি ঘটনা শুনেছি, আমি সেদিন দুপুরে বাড়িতে ছিলাম ।বাজার থেকে একজন ফোন করে বলে একজন লোক প্রচন্ড ভাঙচুর করছে, আদলা ইট নিয়ে এসব করছে।আপনি একটু পুলিশ কে ফোন করুন।আমি থানায় ফোন করে জানাই।পুলিশ আবাসন থেকে একজন ফোন করে জানায় আমরা সবাই এসেগেছি পুলিশ ও এসেছে।

 

উনি তো মেন্টাল ডিস্ট্রাব ,আমি জানতাম না উনি মেন্টাল ডিস্ট্রাব।আমরা ওকে নিয়ে চলে যাচ্ছি।আমার লোক বলে কোনো ব্যাপার নেই।যদি আমাদের কোনো ছেলে উত্তেজনার বসত কিছু করে থাকে পুলিশ তো এসেছে পুলিসে এফআইআর ও করছেন।নিশ্চই যদি অন্যায় করে থাকে পুলিশ নিশ্চই দেখবে।

 

উল্লেখ্য, সল্টলেকে দোকানদারের সঙ্গে বচসা, কলকাতা পুলিশের কনষ্টেবেলকে মারধোর, এলাকায় বিক্ষোভ । অসুস্থ কলকাতা পুলিসের এক কনস্টেবল  সল্টলেকের বৈশাখী বাজারে ওষুধ কিনতে এলে দোকানদারের সাথে বচসা হয়।অভিযোগ সেই সময় স্থানীয় যুবকরা ওই পুলিশকে মারধর করে।আহত পুলিশ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনা ঘটে গত ২৮ তারিখের।আজ অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ওই দোকানের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়। ২৮ তারিখ সল্টলেকের পুলিশ আবাসনের বাসিন্দা রঞ্জিত সিং বৈশাখী বাজারে ওষুধ কিনতে যায়।অভিযোগ সেই সময় দোকানদারের সঙ্গে বচসা হয়।

 

এর পর স্থানীয় যুবকরা এসে ওই অসুস্থ পুলিশ কর্মীকে মারধর করা হয়।এর পর পরিবারের লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যায়।আজ পরিবারের কাছে খবর আসে ওই পুলিশ কর্মীর অবস্থার অবনতি হয়। এর পর পুলিশ আবাসনের লোকজন ও পরিবারের লোকজন ওই দোকানের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।অভিযোগ প্রাক্তন কাউন্সিলর ও ৩০ নাম্বার ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিতা মন্ডলের অনুগামীর দিকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top