চাঁচলে মোবাইলের দোকানের সিলিং কেটে দুঃসাহসিক চুরি। টালি ভেঙে, সিলিং কেটে দোকানের ভিতরে নামে এক বা একাধিক চোর। তারপর দীর্ঘক্ষণ ধরে চলে লুটপাট। দোকানে থাকা 35 টি দামী রিপিয়ারিং সেট সহ অন্যান্য সরঞ্জাম চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের চাঁচলের বারোগাছিয়া এলাকায়। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ।
চাঁচলের বারো গাছিয়া এলাকার ব্যাবসায়ী শামীম আলম গতকাল দোকান বন্ধ করে বাড়ি যান। সকালবেলা দোকানের পাশের এক ব্যাবসায়ী তাকে ফোন মারফত জানান যে তার দোকানে নাকি চুরি হয়েছে। এসে শাটার খুলে দেখেন দোকানের পিছনে সিলিং ফাটানো দোকানের ভিতরে তারপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোবাইলের সরঞ্জাম। টেবিলে সাজানো ছিল ৩০ থেকে ৩৫ টি দামী মোবাইল যেগুলি কাস্টমারেরা রিপেয়ারিং জন্য দিয়েছিল সেগুলিও চুরি হয়েছে। ক্যাশ বাক্স ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচোল থানার পুলিশ।
মোবাইল দোকানের মালিক শামীম আলম বলেন,দোকানের সিলিং ফাটিয়ে ৩৫ টি দামী মোবাইল সেট ও অন্যান্য সরঞ্জাম চুরি হয়েছে। যার বাজার মূল্য তিন লক্ষ টাকা। চুরির ঘটনা নিয়ে চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন তিনি বলে জানান।
আরও পড়ুন – ফের আদিবাসীদের দৃষ্টি আর্কষন বিজেপির, এবার আদিবাসী গৃহে মধ্যাহ্নভোজন সৌমিত্র লকেটের
উল্লেখ্য, টালি ভেঙে, সিলিং কেটে দোকানের ভিতরে নামে এক বা একাধিক চোর। তারপর দীর্ঘক্ষণ ধরে চলে লুটপাট। দোকানে থাকা 35 টি দামী রিপিয়ারিং সেট সহ অন্যান্য সরঞ্জাম চুরি করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সকালে এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহের চাঁচলের বারোগাছিয়া এলাকায়। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ।
চাঁচলের বারো গাছিয়া এলাকার ব্যাবসায়ী শামীম আলম গতকাল দোকান বন্ধ করে বাড়ি যান। সকালবেলা দোকানের পাশের এক ব্যাবসায়ী তাকে ফোন মারফত জানান যে তার দোকানে নাকি চুরি হয়েছে। এসে শাটার খুলে দেখেন দোকানের পিছনে সিলিং ফাটানো দোকানের ভিতরে তারপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোবাইলের সরঞ্জাম। টেবিলে সাজানো ছিল ৩০ থেকে ৩৫ টি দামী মোবাইল যেগুলি কাস্টমারেরা রিপেয়ারিং জন্য দিয়েছিল সেগুলিও চুরি হয়েছে। ক্যাশ বাক্স ভাঙ্গা অবস্থায় রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চাঁচোল থানার পুলিশ।