দোমহানি বাজারের রাস্তার অবস্থা বেহাল,অবশেষে পথ অবরোধ স্থানীয়দের। বারাবনি ব্লকের দোমহানি বাজারের রাস্তার অবস্থা বেহাল রয়েছে অনেক দিন থেকেই।প্রায় দিনই দূর্ঘটনা হয়ে থাকে রাস্তার উপর।পঞ্চায়েত ও সমিতিতে বলেও সুরাহা হয়নি তাই অবশেষে পথ অবরোধ নামলো গ্রাম বাসীরা।
স্থানীয়দের বক্তব্য রাস্তার উপর পানীয় জলের লাইন যাবার পর থেকেই রাস্তা কুঁড়া হয়,তারপর থেকেই এই অবস্থায় বেহাল হয়ে রয়েছে রাস্তাটি।নর্দমার জল জমছে রাস্তায়।প্রায় দিনই দুর্ঘটনা হয়ে থাকে এই রাস্তার উপর।আজই একটি বিদ্যালয়ের ছাত্রী পড়ে যায় রাস্তার উপর।প্রায় বড় মোড় থেকে ছোট মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে।পঞ্চায়েত ও সমিতিতে গেলে শুধু বলা হয় হয়ে যাবে কিন্তু কোনো কিছুই উদ্যোগ নেওয়া হয় না।তবে আজ যতক্ষণ পর্যন্ত পঞ্চায়েত প্রধান রাস্তার কবে ঠিক করা হবে লিখিত না দেয় এই পথ অবরোধ চলতে থাকবে।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে আসানসোলের বারাবনি থানার পুলিশ কিন্তু পুলিশ স্থানীয়দের বুঝাতে অসফল হয়।অবশেষে গ্রাম পঞ্চায়েত সদস্য মলয় মণ্ডল এসে স্থানীয়দের আশাসদেয় কাল থেকেই রাস্তার উপরের জল নিকাশ করা হবে এবং সাত দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে এই আশ্বাস পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।প্রায় দুই ঘন্টা ধরে পথ অবরোধ চলে বলে জানা যায়।
উল্লেখ্য, দোমহানি বাজারের রাস্তার অবস্থা বেহাল,অবশেষে পথ অবরোধ স্থানীয়দের। বারাবনি ব্লকের দোমহানি বাজারের রাস্তার অবস্থা বেহাল রয়েছে অনেক দিন থেকেই।প্রায় দিনই দূর্ঘটনা হয়ে থাকে রাস্তার উপর।পঞ্চায়েত ও সমিতিতে বলেও সুরাহা হয়নি তাই অবশেষে পথ অবরোধ নামলো গ্রাম বাসীরা। স্থানীয়দের বক্তব্য রাস্তার উপর পানীয় জলের লাইন যাবার পর থেকেই রাস্তা কুঁড়া হয়,তারপর থেকেই এই অবস্থায় বেহাল হয়ে রয়েছে রাস্তাটি।নর্দমার জল জমছে রাস্তায়।
আর ও পড়ুন মুসলিম ছাত্রীদেরকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মাদ্রাসা ছাত্রীদের
প্রায় দিনই দুর্ঘটনা হয়ে থাকে এই রাস্তার উপর।আজই একটি বিদ্যালয়ের ছাত্রী পড়ে যায় রাস্তার উপর।প্রায় বড় মোড় থেকে ছোট মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল হয়ে পড়ে রয়েছে।পঞ্চায়েত ও সমিতিতে গেলে শুধু বলা হয় হয়ে যাবে কিন্তু কোনো কিছুই উদ্যোগ নেওয়া হয় না।তবে আজ যতক্ষণ পর্যন্ত পঞ্চায়েত প্রধান রাস্তার কবে ঠিক করা হবে লিখিত না দেয় এই পথ অবরোধ চলতে থাকবে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বারাবনি থানার পুলিশ কিন্তু পুলিশ স্থানীয়দের বুঝাতে অসফল হয়।
অবশেষে গ্রাম পঞ্চায়েত সদস্য মলয় মণ্ডল এসে স্থানীয়দের আশাসদেয় কাল থেকেই রাস্তার উপরের জল নিকাশ করা হবে এবং সাত দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করা হবে এই আশ্বাস পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেয়।প্রায় দুই ঘন্টা ধরে পথ অবরোধ চলে বলে জানা যায়।