দোল উৎসব এর অনুষ্ঠান চলাকালীন মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু। শুক্রবার ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা পার্কে সকাল থেকে দোল উৎসব শান্তিপূর্ণভাবে শুরু হয়। ওই দোল উৎসবের অনুষ্ঠানে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকার ছেলে মেয়েরা সামিল হয়েছিল। শুক্রবার দুপুর নাগাদ দোল উৎসব এর অনুষ্ঠান চলাকালীন কয়েকজন যুবক এর মধ্যে হঠাৎ মারপিট শুরু হয় । তার পরেই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ওই ঘটনার পর দোল উৎসব এর সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে মারা যায় দীপ সাহা নামে 16 বছরের এক কিশোর,সে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ।
দীপ সাহার বাড়ি ঝাড়গ্রাম পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লী এলাকায়। তার বাবার সোনার দোকান রয়েছে ।এক ভাই এক বোন কে নিয়ে ছিল তাদের সুখের সংসার। একমাত্র ছেলের অকাল মৃত্যুতে শোকে ভেঙে পড়েন মৃত দীপ সাহার বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়্গ্রাম থানার পুলিশ । ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সঙ্গে ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। তবে মৃত কিশোরের দেহে কোন আঘাতের চিহ্ন নেই ।
ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবু গোয়ালা। তিনি পুলিশের কাছে দাবি করেছেন কি কারনেওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে ওই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে । তিনি মৃত কিশোরের পরিবারের সকলকে সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন । ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন। তবে প্রচুর মানুষের ভিড় থাকায় কারা মারপিটের ঘটনায় জড়িত ছিল তা দোল উৎসব কমিটির পক্ষ থেকে জানা সম্ভব হয়নি।
কারণ বহু মানুষ ওই অনুষ্ঠানে শামিল হয়েছিলেন।ওই অনুষ্ঠানের একধারে আচমকা গন্ডগোল শুরু হয়। যার ফলে ওই ঘটনা ঘটেছে । যারা ওই ঘটনা ঘটিয়েছিল তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে । তবে ঠিক কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য কাজ শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কিন্তু ওই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি তদন্ত শুরু করেছে।