দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা, দেবমাল্যর সঙ্গে চার হাত এক কবে? জল্পনায় সরগরম টলিপাড়া

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে মধুমিতা, দেবমাল্যর সঙ্গে চার হাত এক কবে? জল্পনায় সরগরম টলিপাড়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার আবারও বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। চুটিয়ে প্রেম করছেন ইঞ্জিনিয়ার প্রেমিক দেবমাল্যর সঙ্গে। গত বছরের দুর্গাপুজোর সময় প্রথমবার তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মধুমিতা। ‘নতুন শুরু’ বলে দেবমাল্যর সঙ্গে ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছিলেন নায়িকা।

পাঁচ বছরের প্রেমের সম্পর্কে রয়েছেন এই যুগল। এবার জল্পনা শুরু হয়েছে—কবে চার হাত এক হবে তাঁদের? মধুমিতা যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেননি, তবে ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন—এই বছরের ডিসেম্বরেই তাঁদের বিয়ের পরিকল্পনা। শীতকাল নাকি এই জুটির প্রিয়, তাই বছরের শেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সাজপোশাকও ইতিমধ্যেই নাকি চূড়ান্ত করে ফেলেছেন মধুমিতা।

তবে দেবমাল্যর এক ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে, বিয়ের তারিখ ডিসেম্বর নয়, সম্ভবত আগামী বছরের জানুয়ারি। কারণ ওই মাসে তাঁদের পরিবারে অন্য একটি অনুষ্ঠান রয়েছে।

উল্লেখ্য, দেবমাল্যর আগেও একবার গাঁটছড়া বেঁধেছিলেন মধুমিতা—পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে। ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকে কাজ করতে করতেই তাঁদের প্রেম ও পরে বিয়ে। কিন্তু বহু বছরের সংসার ভেঙে আলাদা হন তাঁরা।

বর্তমানে দেবমাল্যর সঙ্গে মধুমিতার সম্পর্ক ঘিরে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। দোলের সময় সিকিমে একান্তে সময় কাটানো হোক বা ইনস্টাগ্রামে রোম্যান্টিক ছবি—এই জুটি এখন ভীষণ জনপ্রিয়। যদিও কয়েক মাস আগে মধুমিতার সিঁদুর পরা ছবি ঘিরে উত্তাল হয়েছিল নেটদুনিয়া, পরে তিনি নিজেই জানান সেটি ভগবানের প্রসাদ।

ধারাবাহিক দিয়ে যাত্রা শুরু করা মধুমিতা পরে সিরিয়াল ও ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক ছবিতেও অভিনয় করেছেন। যদিও তাঁর সাম্প্রতিক দুটি ছবি—‘ফেলুবক্সী’ ও ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ বক্স অফিসে বিশেষ সাড়া ফেলতে পারেনি। এখন টলিপাড়ার নজর মধুমিতা-দেবমাল্যর বিয়ের দিকেই। সত্যিই কি এই শীতেই চার হাত এক হবে? উত্তর দেবে সময়ই।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top