দ্বিতীয় দিনেও মেডিকেল কলেজের নির্মান কাজে বাধা ফার্মাসি ছাত্র ছাত্রীদের

দ্বিতীয় দিনেও মেডিকেল কলেজের নির্মান কাজে বাধা ফার্মাসি ছাত্র ছাত্রীদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

দ্বিতীয় দিনেও মেডিকেল কলেজের নির্মান কাজে বাধা ফার্মাসি ছাত্র ছাত্রীদের, কলেজ ক্যাম্পাসে পুলিশ ঢোকায় উত্তেজনা। মঙ্গলবারের পর বুধবার, ফের মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে নির্মানের কাজ বন্ধ করে দিলো জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্র ছাত্রীরা। এদিন রীতিমতো ব্যানার পোস্টার হাতে নিয়ে কলেজের পাশের মাঠে গিয়ে হাজির হয় ফার্মাসি ছাত্র ছাত্রীরা।

 

ছাত্র ছাত্রীদের দাবি গতকাল রাতেও কাজ জারি রাখা হয়েছিল। এদিন কাজ বন্ধ করে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শনে পরিস্থিতি উতপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতয়ালী থানার আইসি এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। বিশাল পুলিশ বাহিনী আসার পরেই ক্ষিপ্ত হয়ে বিক্ষোভকারী ছাত্র ছাত্রীরা ‘পুলিশ গো ব্যাক’ বলে শ্লোগান দিতে থাকে।

 

এদিন জলপাইগুড়ি ফার্মাসি কলেজের ছাত্র ছাত্রীরা কলেজ ক্যাম্পাসে বিনা অনুমোতিতে পুলিশ ঢোকা নিয়ে প্রশ্ন তোলেন। এর পরেই কলেজের রাস্তায় অবস্থানে বসে পরে ফার্মাসি কলেজের ছাত্র ছাত্রীরা। যদিও পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের তরফে আশ্বাস পেয়ে ছাত্র ছাত্রীরা আন্দোলন তুলে নেয়। আন্দোলনকারি ছাত্র ছাত্রীদের মধ্যে অপুর্ব নন্দী বলেন, আজ আমাদের দাবি দাওয়া উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠান হচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ওই দাবি দাওয়া নিয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই বিষয়ে না জানান হলে আবার আন্দোলন শুরু করা হবে।

 

উল্লেখ্য প্রস্তাবিত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ তৈরির কাজ শুরু করা হয়েছে জলপাইগুড়ি শহরের টিবি হাসপাতাল পাড়ায় সুপার স্পেশালিটি হাসপাতালে উলটো দিকে যেমন কাজ চলছে, একই ভাবে জলপাইগুড়ি ফার্মাসি কলেজের মাঠেও কাজ শুরু করা হয়েছে। কিন্তু ফার্মাসি কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্র ছাত্রীদের দাবি, কলেজের মাঠে নির্মানের কাজের বিষয়ে তাদের কিছুই জানান হয়নি। শুধু তাই নয়, এই ভাবে নির্মানের কাজের ফলে তাদের খেলার মাঠ যেমন থাকবে না, আগামীতে কলেজের অস্তিত্ত্ব নিয়েও টানাটানি পরবে। যে কারণে ক্ষিপ্ত ছাত্র ছাত্রীরা গতকাল ওই নির্মানের কাজ বন্ধ করে দেয়।

আরও পড়ুন – ট্যাবলেটে দুর্গা মুর্তি বানিয়ে জাতীয়স্তরে পুরস্কৃত হল বীরভূমের প্রসেনজিৎ

কিন্তু তার পরে গতকাল রাতেও কাজ করা হয়েছে একই ভাবে আজ সকাল থেকেও কাজ শুরু করা হয়। এর পরে আজ সকালে ফের ছাত্র ছাত্রীরা নির্মানের কাজ বন্ধ করিয়ে দিয়ে পোস্টা ব্যানার নিয়ে আন্দোলন শুরু করে। এর পরে ঘটনা স্থলে কোতয়ালী পুলিশ গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্র ছাত্রীদের অভিযোগ পুলিশ কিভাবে কলেজ চত্বরে ঢুকলো। তাছাড়া মাঠ থেকে সরে যাবার জন্য পুলিশ সময় নির্ধারিত করে দেওয়ার পাশাপাশি হুমকি দিতে থাকে। কলেজের ছাত্র অপুর্ব নন্দী বলেন, এই ঘটনার ধিক্কার জানাই। তবে আশ্বাস পেয়ে আন্দোলন তুললে নিয়েও, আন্দোলন থেকে আমরা পিছু হটছিনা।

 

কর্তৃপক্ষ আমাদের দাবি নিয়ে কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখার পরে আবার আন্দোলন শুরু করা হবে। এদিন কলেজের টিআইসি উত্তম শর্মা বলেন, ছাত্র ছাত্রীদের দাবি দাওয়া নিয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছিল। যে কারণে গতকালই ডেপুটি সেক্রেটারি সহ কয়েকজন অফিসে কর্মীও এসেছিলেন। তারা এই কাজের বিষয়ে আমাদের জানান। এর পরে আমরাও ছাত্রদের বিষয়টি জানিয়েছি। কিন্তু আজ ফের ছাত্র ছাত্রী আন্দোলন শুরু করলে ছাত্র ছাত্রীদের সাথে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলিয়ে দিয়েছি আশাকরা যাচ্ছে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটে যাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top