
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা :- বসিরহাট মহকুমা হাড়োয়া মিনাখাঁ থানার বাসন্তী হাইওয়ে বামন পুকুর ও টাকি রোডে বিভিন্ন এলাকায় চলছে পুলিশের নাকা চেকিং, পাশাপাশি বসিরহাট ইছামতি ব্রিজে পুলিশের টহলদারি রাখা হয়েছ। যারা বিনা কারণে বাইরে বের হচ্ছে তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হচ্ছে এবং যারা নির্দিষ্ট কারণ দেখাতে পারছেন না তাদেরকে আটক করা হচ্ছে , পাশাপাশি বিনা মাস্ক কাউকে দেখলে তাদেরও বাড়ি ফিরিয়ে দিচ্ছে পুলিশ।লোকডাউনের দ্বিতীয় দিনে আরও কঠোর পদক্ষেপ নিতে দেখা গেলো বসিরহাট পুলিশ জেলা প্রশাসনের।



















