সোমবার কৃষ্ণনগর কালেক্টরেট এর সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয় l উপস্থিত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়,শুভেন্দু অধিকারী ,ববি হেকিম সহ তৃণমূলের অন্যান্য নেতা নেত্রী বৃন্দ l এই জনসভা কার্যত নির্বাচনী জনসভায় পরিণত হয় নেতাদের বক্তব্যের মধ্যে দিয়ে l দ্রব্য মূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তীব্র ভাষায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করা হয় এদিনের এই জনসভা থেকে l