আমাকে ধর্ম শেখাতে আসবেন না’, বার্তা মমতার। বারাণসীতে ভোট প্রচারে রীতিমতো ঝড় তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।বুধবার বারাণসীতে পা দিয়েই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তাঁর গাড়িতে ধাক্কা দিয়ে কালো পতাকা দেখানো, সেই সঙ্গে তাঁর উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। এর প্রতিবাদে বারাণসীর এক সভায় দাঁড়িয়ে বিজেপি কর্মীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী।
সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘ভোট আসলেই আপনারা মন্দিরের কথা বলেন। হিন্দু-মুসলিম করেন। জয় সিয়ারাম স্লোগানে আমার কোনও আপত্তি নেই। কিন্তু আপনারা সীতামাতার নাম বলেন না। শুধু জয় শ্রীরাম বলেন। এটা কিন্তু একদমই ঠিক নয়। এবার থেকে জয় সিয়ারাম বলুন।
মা দুর্গার পুজো করি আমরা। শ্রীরামচন্দ্র পুজো করেছিলেন মা দুর্গার। আমাকে ধর্ম শেখাতে আসবেন না। আমার সঙ্গে গুন্ডামি করবেন না যোগীজি।’ বারাণসীর সভাতেও ‘খেলা হবে’ স্লোগান তোলেন মমতা ব্যানার্জি। বুধবারের বিক্ষোভের পর সভায় তিনি বলেন, ‘ক’জন বিজেপি কর্মী, মারামারি-কাটাকাটি ছাড়া যাদের কোনও কাজ নেই। আমাকে ঘিরে আবার বিক্ষোভ দেখাল।
আর ও পড়ুন ট্রাভেল এজেন্সি খুলে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা
যখন আমায় ফিরে যেতে বলল, তখনই বুঝেছি এদের হার নিশ্চিত। যখন আমাকে গালাগালি দিতে শুরু করল, আমি গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। আপনারা যে আমাকে এভাবে গালি দিলেন, আমার গাড়িতে ধাক্কা দিলেন, এর জন্য ধন্যবাদ। কেন? বিজেপি যে হারছে তা আমার কাছে একেবারে স্পষ্ট। বিক্ষোভ দেখিয়ে লাভ নেই। আমি বারবার আসব। খেলা হবে।’
বৃহস্পতিবার সভা শেষে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বারাণসীতে তাঁকে কালো পতাকা দেখানো নিয়ে এদিন রাজ্যের কয়েকটি জায়গায় এর প্রতিবাদে রাস্তায় নামেন তৃণমূল সমর্থকরা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখান সমর্থকরা।
আমাকে ধর্ম শেখাতে আসবেন না’, বার্তা মমতার। বারাণসীতে ভোট প্রচারে রীতিমতো ঝড় তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।বুধবার বারাণসীতে পা দিয়েই বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তাঁকে। তাঁর গাড়িতে ধাক্কা দিয়ে কালো পতাকা দেখানো, সেই সঙ্গে তাঁর উদ্দেশে ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। এর প্রতিবাদে বারাণসীর এক সভায় দাঁড়িয়ে বিজেপি কর্মীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী।
সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘ভোট আসলেই আপনারা মন্দিরের কথা বলেন। হিন্দু-মুসলিম করেন। জয় সিয়ারাম স্লোগানে আমার কোনও আপত্তি নেই। কিন্তু আপনারা সীতামাতার নাম বলেন না। শুধু জয় শ্রীরাম বলেন। এটা কিন্তু একদমই ঠিক নয়। এবার থেকে জয় সিয়ারাম বলুন।
মা দুর্গার পুজো করি আমরা। শ্রীরামচন্দ্র পুজো করেছিলেন মা দুর্গার। আমাকে ধর্ম শেখাতে আসবেন না। আমার সঙ্গে গুন্ডামি করবেন না যোগীজি।’ বারাণসীর সভাতেও ‘খেলা হবে’ স্লোগান তোলেন মমতা ব্যানার্জি। বুধবারের বিক্ষোভের পর সভায় তিনি বলেন, ‘ক’জন বিজেপি কর্মী, মারামারি-কাটাকাটি ছাড়া যাদের কোনও কাজ নেই। আমাকে ঘিরে আবার বিক্ষোভ দেখাল।