আগামী ২৮ এবং ২৯ মার্চ বিভিন্ন ট্রেড ইউনিয়ন দেশব্যাপী ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে। কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মানা হবে না কোনো ধর্মঘট। ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনের ধর্মঘটের ব্যাপারে কড়া পদক্ষেপ নিল নবান্ন। শনিবার নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দুদিন সরকারি এবং সরকার পোষিত সমস্ত অফিস খোলা থাকবে এবং কর্মীদের কাজে আসতে হবে।
ওই দুদিন কোনও কর্মী প্রথম হাফ, দ্বিতীয় হাফ অথবা সারাদিন অনুপস্থিত থাকলে কোনও ক্যাজুয়াল বা অন্য ছুটি মঞ্জুর করা হবে না। ওই দুদিনের অনুপস্থিতি ডাইস-নন হিসাবে বিবেচিত হবে এবং জরুরি এবং নির্ধারিত কোনও কারণ না দেখাতে পারলে তাঁর বেতন কাটা যাবে।
শুধু তাই নয়, এর পাশাপাশি ওই দুদিন বা ওই দুদিনের মধ্যে যে কোনও একদিন কোনো কর্মী অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট কর্মীকে শো-কজ করে জানতে চাওয়া হবে, কেন তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে না। যাঁরা শো-কজের উত্তর দেবেন না, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন- জলদাপাড়া জাতীয় উদ্যানে গণ্ডার শুমারির প্রথম দিন নির্বিগ্নেই সম্পন্ন
উল্লেখ্য, আগামী ২৮ এবং ২৯ মার্চ বিভিন্ন ট্রেড ইউনিয়ন দেশব্যাপী ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে। কিন্তু রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মানা হবে না কোনো ধর্মঘট। ট্রেড ইউনিয়নের ডাকা দুদিনের ধর্মঘটের ব্যাপারে কড়া পদক্ষেপ নিল নবান্ন। শনিবার নবান্নের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দুদিন সরকারি এবং সরকার পোষিত সমস্ত অফিস খোলা থাকবে এবং কর্মীদের কাজে আসতে হবে। ওই দুদিন কোনও কর্মী প্রথম হাফ, দ্বিতীয় হাফ অথবা সারাদিন অনুপস্থিত থাকলে কোনও ক্যাজুয়াল বা অন্য ছুটি মঞ্জুর করা হবে না।