ধর্মীয় বই কেনার অর্ডারে প্রায় ২ কোটি টাকার প্রতারণা — গ্রেফতার ইসকন সাপ্লায়ার দেবরাজ ভট্টাচার্য

ধর্মীয় বই কেনার অর্ডারে প্রায় ২ কোটি টাকার প্রতারণা — গ্রেফতার ইসকন সাপ্লায়ার দেবরাজ ভট্টাচার্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – ধর্মীয় গ্রন্থ কেনার অর্ডার ঘিরে বড়সড় প্রতারণা কাণ্ডে শোরগোল কলকাতায়। অভিযোগ, প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হয়েছে শহরের ইসকন (ISKCON Kolkata)। বই সরবরাহের নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাপ্লায়ার দেবরাজ ভট্টাচার্যের বিরুদ্ধে। বহুদিন পলাতক থাকার পর অবশেষে শনিবার রাতে গিরিশ পার্ক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার আদালতে তোলা হলে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ইসকনের পক্ষ থেকে ধর্মীয় বই কেনার জন্য বড় অর্ডার দেওয়া হয়েছিল। সেই অর্ডারের বই সরবরাহের দায়িত্বে ছিলেন দেবরাজ ভট্টাচার্য। অভিযোগ, তিনি নির্ধারিত সংখ্যক বই না দিয়ে ভুয়ো বিল তৈরি করে ইসকনের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা তোলেন। অডিট চলাকালীন নথিতে গরমিল ধরা পড়তেই ইসকনের কর্তৃপক্ষ ২০১৯ সালে শেক্সপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর থেকেই দেবরাজ পলাতক ছিলেন। এমনকি আদালত থেকেও তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। দীর্ঘ আত্মগোপনের পর সম্প্রতি তিনি কলকাতায় ফিরে আসেন বলে জানা যায়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে তাঁকে আটক করে পুলিশ।

তদন্তকারীদের দাবি, দেবরাজকে জেরা করলেই এই প্রতারণা চক্রের পেছনে জড়িত অন্যান্য ব্যক্তিদের নামও প্রকাশ্যে আসবে। ইতিমধ্যেই পুলিশ ব্যাংক লেনদেন ও আর্থিক নথি খতিয়ে দেখছে।

ইসকনের পক্ষ থেকে পুরো ঘটনায় বিস্ময় প্রকাশ করা হয়েছে। সংগঠনের এক সদস্য বলেন, “আমরা কখনও ভাবিনি ধর্মীয় বই কেনার মতো পবিত্র কাজের মধ্যেও এমন প্রতারণা ঘটতে পারে।” পুলিশ আশা করছে, শীঘ্রই এই আর্থিক কেলেঙ্কারির সব দিক উন্মোচিত হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top