নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২। বাবা মদ্যপ, মা মানসিক ভারসাম্যহীন। সেই সুযোগে নাবালিকা মেয়েকে রাতের অন্ধকারে ফুসলে বাড়ির পাশের গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ দাসপুর থানার কিসমত নাড়াজোলে। ধর্ষিতার পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে কিসমত নাড়াজোলে তাদের বাড়ি থেকে ২০০ মিটার দূরত্বে এক গোয়াল ঘরে দুই যুবক তাদের মেয়েকে নিয়ে গিয়ে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে।
নাবালিকার দাদু ও ঠাকুমা মঙ্গলবার রাতেই দাসপুর পুলিশে অভিযোগ জানায়। পুলিশ জানিয়েছে, ধর্ষিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। যৌন অপরাধ বিরোধী শিশু-সুরক্ষা আইন তথা পসকো ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের ঘাটাল আদালতে পেশ করা হবে। গ্রেপ্তার দুই যুবকের নাম সাহেব সেনাপতি ও সরোজ বক্সী। তাদের বাড়ি নাড়াজোল গ্রামে। পুলিশ সুত্রে খবর অপরাধের কথা স্বীকার করেছে অভিযুক্তরা।
আরও পড়ুন – স্কুল ড্রেস পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের
স্থানীয়রা জানান, কিসমত নাড়াজোলে বড়দোলই পাড়ার ভেতরে রয়েছে এক চোলাইয়ের ঠেক। সেই ঠেকেই মদ্যপান করে ওই দুই যুবক বাড়ি ফেরার পথে রাস্তায় ওই নাবালিকাকে পেয়ে সামনের গোয়ালঘরর নিয়ে গিয়ে এই পৈশাচিক ঘটনা ঘটিয়েছে। ওই নাবালিকা নাড়াজোলের উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। পরিবার পাশাপাশি পাড়া প্রতিবেশিরাও এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির আর্জি জানিয়েছে। এ বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী বলেন, অভিযোগ পেয়েই ধৃতদের গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২। বাবা মদ্যপ, মা মানসিক ভারসাম্যহীন। সেই সুযোগে নাবালিকা মেয়েকে রাতের অন্ধকারে ফুসলে বাড়ির পাশের গোয়াল ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ দাসপুর থানার কিসমত নাড়াজোলে। ধর্ষিতার পরিবারের অভিযোগ, মঙ্গলবার রাতে কিসমত নাড়াজোলে তাদের বাড়ি থেকে ২০০ মিটার দূরত্বে এক গোয়াল ঘরে দুই যুবক তাদের মেয়েকে নিয়ে গিয়ে মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে।