মুর্শিদাবাদ – ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে এবার আইনি জটিলতায় জড়ালেন বেলডাঙার স্বামী প্রদীপ্তানন্দ, ওরফে কার্তিক মহারাজ। নবগ্রাম থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তাঁকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। নোটিশে স্পষ্ট করে জানানো হয়েছে, আগামী ১ জুলাই সকাল ১০টায় নবগ্রাম থানায় ব্যক্তিগতভাবে হাজিরা দিতে হবে মহারাজকে।
নবগ্রাম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী এক মহিলার দাবি অনুযায়ী, ২০১৩ সালে তাঁর শ্লীলতাহানি করেন কার্তিক মহারাজ। ওই অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার থানায় এফআইআর দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ।
আইনি নোটিশটি ইতিমধ্যেই পৌঁছে দেওয়া হয়েছে ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষের হাতে। বেলডাঙা থানার আইসি সুমিত তালুকদার জানিয়েছেন, নোটিশ পৌঁছে দেওয়া হলেও সে সময় আশ্রমে উপস্থিত ছিলেন না কার্তিক মহারাজ। তদন্তের স্বার্থে তাঁর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে নবগ্রাম থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও, এখনও পর্যন্ত আশ্রম কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।




















