ধর্ষণের অভিযোগে গ্রেফতার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শোলা শিল্পী। ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শোলা শিল্পী। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার বনকাপাসি এলাকায়। রবিবার এক মহিলা মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন আশীষ মালাকার নামের ওই শোলা শিল্পীর বিরুদ্ধে। অভিযোগে তিনি জানান, গত ৩ বছর ধরে তাকে লাগাতার ধর্ষণ করেছেন ওই শলা শিল্পী বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে। এই বিষয়ে যাতে তিনি কাউকে কিছু না বলেন, তাই প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন আশীষ মালাকার।
আরও পড়ুন – দেওয়াল কেটে ব্যাঙ্কে চুরি, এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উঠছে একাধিক প্রশ্ন
ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে লাগাতার ধর্ষণ করেছেন বলে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে মঙ্গলকোট থানার পুলিশ আশীষ মালাকারকে গ্রেফতার করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। পুলিশকে মহিলা জানিয়েছেন, বনকাপাসি গ্রামের বিখ্যাত শোলা শিল্পী আশীষ মালাকার। ১৯৯০ সালে রাষ্ট্রপতি পুরস্কার পান তিনি। শিল্পগুরু পুরস্কারের জন্য মনোনয়ন দাখিল তার। ২০১৯ সালে আশীষ মালাকার একটি সরকারি শিক্ষা কেন্দ্রে শোলার কাজ শেখাতেন। সেই সোলার কাজ শিখতে গিয়েই ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয় আশিস মালাকারের সাথে ওই মহিলার।
রবিবার সকালে ওই মহিলা তার স্বামীকে সমস্ত ঘটনা খুলে বলার পর মঙ্গলকোট থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। রবিবার রাত্রে আশীষ মালাকারকে বনকাপাসীর গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে মঙ্গলকোট থানার পুলিশ। সোমবার তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে মঙ্গলকোট থানার পুলিশ। যদিও ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে এমনটাই দাবি করেছেন আশীষ মালাকার।