ধর্ষণের ১২ দিনের মাথায় খুলল কসবা ল কলেজ, নিরাপত্তার ঘেরাটোপে শুরু ছাত্রসমাগম

ধর্ষণের ১২ দিনের মাথায় খুলল কসবা ল কলেজ, নিরাপত্তার ঘেরাটোপে শুরু ছাত্রসমাগম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কলকাতা – ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনার ১২ দিন পর সোমবার খুলে গেল কসবার বিতর্কিত ল কলেজ। সকাল থেকেই কলেজ চত্বরে আগের মতোই দেখা গেল ছাত্রছাত্রীদের আনাগোনা। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও, ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠানটি স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কলেজের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। পাশাপাশি, কলেজ চত্বরের ভেতরেও পুলিশ আধিকারিকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে সূত্রের খবর।

যদিও এখনও কলেজের সমস্ত ক্লাস চালু হয়নি, কর্তৃপক্ষ আপাতত ভর্তির কাজেই বেশি গুরুত্ব দিচ্ছেন। পড়াশোনা শুরুর আগে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং মনোস্তত্ত্বগত সুরক্ষাকেই অগ্রাধিকার দিতে চাইছে প্রশাসন। পরিস্থিতির উপর নজর রেখে পর্যায়ক্রমে পুরোদমে পঠনপাঠন শুরু করা হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনার রেশ কাটিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এখন কলেজ এবং প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top