নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১০ জানুয়ারি, ধানের কলে গায়ের চাদর পেচিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার দিগরা মালিক বেড়িয়া কাহার পারা এলাকায়। মৃতের নাম নারায়ন কাহার (বয়স ৩৭)।
পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বাড়িতে আসে নারায়ন কাহার তারপরই আবার বাড়ি থেকে বেড়িয়ে যায়।জানা গিয়েছে, মদ্যপানের জন্য নারায়ন কাহার পাশেই বাজারে কার্তিক দাসের একটি ধানের কলে যায়।পরিবারের দাবী, গায়ের চাঁদর গায়ে দিয়েছিল নারায়ন কাহার, সে সময় পেছনের দিকে চাদর গাঁয়ে দিতেই সেটি ধান কলের মেশিনে পেচিয়ে যায় এবং শীরেরে একাধিক আঘাত লাগে। সাথে সাথে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করে।শুক্রবার তার দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।