ধান ক্ষেত থেকে এক ব্যবসায়ী তথা তৃণমূল বুথ সভাপতির গলা কাটা ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো শনিবার উত্তর দিনাজপুর জেলার ইটাহারে। এদিন সকালে নিখোঁজ ওই ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ কুকুর এনে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মৃত ওই ব্যবসায়ীর নাম কাশেম আলী বয়স ৪০। তার বাড়ি ইটাহার থানার গোঠলু এলাকায়। কাশেম ব্যবসায়ী সহ গোঠলু এলাকার শাসক দলের বুথ সভাপতি।
এদিন সকালে বাস্তবি এলাকায় গ্রামীণ সড়কের পাশের ধান ক্ষেত থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পাওয়া যায়। এসডিপিও রিকদেন সেরিং লেপচা সহ ইটাহার থানার আইসি মানবেন্দ্র নাথ সাহার নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী এসে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানাযায়, কাশেম আলী প্রতিদিনের মতন বাড়িতে ব্যবসার কাজে বাইরে যাচ্ছে বলে বেরিয়ে ছিলেন। কিন্তু রাত গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ শুরু করে।
আরও পড়ুন – ২৬ টি প্রকল্প দ্রুত শেষ করার আশ্বাস উদয়ন গুহর
এরপর শনিবার সকালে ক্ষতবিক্ষত মৃত দেহ উদ্ধারের খবর পায় পরিবারের লোকজন। পরিবারের দাবি এই ঘটনার সাথে কোন রাজনৈতিক যোগ নেই। তবে টাকা লেনদেনের কারনে এমন ঘটনা ঘটতে পারে। এই ঘটনার সাথে জরিতদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে কাশেম আলীর পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য। পুলিশ সূত্রে জানাযায়, ইতিমধ্যে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তবে ব্যবসায়ীর খুনের পিছনে টাকা পয়সার লেনদেন নাকি অন্য কোন কারন রয়েছে তা সরজমিনে খতিয়ে দেখছে ইটাহার থানার পুলিশ।