ধারলো অস্ত্র দিয়ে ফসল কেটে নষ্টের অভিযোগ। পুরনো বিবাদের জেরে জমির পিঁয়াজ এবং মুলো কেটে নষ্ট করার অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। এমনকি ফসল নষ্ট করতে বাধা দিলে জমির মালিককে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে ভুতনী দক্ষিন চন্ডীপুর শুকদেবটোলা এলাকায়।ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ভুতনী দক্ষিণ চন্ডীপুর শুকদেবটোলা এলাকার বাসিন্দা দীনেশ মন্ডল(৫৫)।সামান্য কয়েক বিঘা জমিতে রবিশস্য চাষ করেই দিন গুজরান করেন দীনেশ বাবু।
গত একবছর আগে এলাকার বাসিন্দা সন্তোষ ঘোষ সঙ্গে তাঁর বচসা হয়।অভিযোগ,এক বছর আগেও সন্তোষ ঘোষ এবং তাঁর দলবল দীনেশ বাবুর দুবিঘা পিঁয়াজ,বেগুন গাছ কেটে নষ্ট করে।দীনেশ মন্ডল জানান,আমার জমিটা ওদের বাড়ির পাশে।আমাকে প্রায় ওরা হুমকি দিত।আমাদের অবর্তমানে জমির ফসল নষ্ট করতে এই ভয়ে আমি ও ভাই জমিতে মাচা করে থেকে পাহারা দিতাম।
১৫ নভেম্বর রাত প্রায় ১১ টা নাগাদ আমার জমিতে ঢুকে চোখের সামনে ধারালো অস্ত্র দিয়ে পিঁয়াজ ও মুলো গাছ কাটতে থাকে।আমরা দুই ভাই বাধা দিলে দুজনকে ব্যাপক মারধর করে।আমার ভাই পালিয়ে প্রানে বাঁচে।আমার চোখের সামনেই জমির ফসল ওরা নষ্ট করে।আমি ওদের বিরুদ্ধে ভুতনী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
আরও পড়ুন – রাহুল গান্ধীর ”পাপ্পু’ নামটা এবার কাটল, বিজেপির ঘুম উড়ল
উল্লেখ্য, পুরনো বিবাদের জেরে জমির পিঁয়াজ এবং মুলো কেটে নষ্ট করার অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে।এমনকি ফসল নষ্ট করতে বাধা দিলে জমির মালিককে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে ভুতনী দক্ষিন চন্ডীপুর শুকদেবটোলা এলাকায়।ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ভুতনী দক্ষিণ চন্ডীপুর শুকদেবটোলা এলাকার বাসিন্দা দীনেশ মন্ডল(৫৫)।
সামান্য কয়েক বিঘা জমিতে রবিশস্য চাষ করেই দিন গুজরান করেন দীনেশ বাবু।গত একবছর আগে এলাকার বাসিন্দা সন্তোষ ঘোষ সঙ্গে তাঁর বচসা হয়।অভিযোগ,এক বছর আগেও সন্তোষ ঘোষ এবং তাঁর দলবল দীনেশ বাবুর দুবিঘা পিঁয়াজ,বেগুন গাছ কেটে নষ্ট করে।দীনেশ মন্ডল জানান,আমার জমিটা ওদের বাড়ির পাশে।আমাকে প্রায় ওরা হুমকি দিত।আমাদের অবর্তমানে জমির ফসল নষ্ট করতে এই ভয়ে আমি ও ভাই জমিতে মাচা করে থেকে পাহারা দিতাম। ধারলো অস্ত্র