
নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণ্ ১৩ নভেম্বর, বারাসাত-হাসনাবাদ শাখার বেলিয়াঘাটা রেল প্লাটফর্মে ৫০ ফুটের ধস নামার জেরে সকাল থেকেই ধির গতিতে চলছে ট্রেন। অসুবিধার সম্মুখীন নিত্যযাত্রীরা।
৫০ ফুটের ধস।একটু বেসামাল হলেই বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ধীর গতিতে চলছে ট্রেন। প্লাটফর্ম দিয়ে যাতায়াতের অসুবিধায় পড়েছে নিত্যযাত্রীরা। বড়সড়ো দূর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রীরা । গত তিন দিন আগে বুলবুল শুরু হতেই ধস শুরু হয় প্লাটফর্মে, যতদিন যাচ্ছে বাড়ছে ধসের পরিধি। কিন্তু হেলদোল নেই রেল কর্তৃপক্ষের।যাত্রীদের অভিযোগ রেল কর্তৃপক্ষের উদাসীনতার জেরে বারবার ধস নামছে প্লাটফর্মে। তাদের দাবি যত দ্রুত এর একটা সমাধান বের করতে হবে রেল কর্তৃপক্ষকে, তবেই রক্ষা হবে এলাকা না হলে বিপদে পড়বে নিত্যযাত্রীরা।



















